ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে অস্ত্র ও পাঁচ বোমা উদ্ধার

প্রকাশিত: ০৬:২১, ১২ সেপ্টেম্বর ২০১৮

মেহেরপুরে অস্ত্র ও পাঁচ বোমা উদ্ধার

সংবাদদাতা, মেহেরপুর, ১১ সেপ্টেম্বর ॥ দুটি স্থান থেকে ২ রাউন্ড গুলিসহ ১টি এলজি পাইপগান ও পরিত্যক্ত অবস্থায় ৫টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শহরের গোরস্থানপাড়ার পৌর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে তল্লাশি চালিয়ে ১টি এলজি পাইপগান ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়। পুলিশের অপর একটি দল সদর উপজেলার নুরপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি বোমা জব্দ করে। নুরপুর মোড়ের একটি দোকানের পাশে থেকে বোমাগুলো জব্দ করা হয়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১১ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুল বাতেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভাওয়ালিয়াপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। আব্দুল বাতেন নীলফামারী জেলার ডিমলা থানার চাপানি এলাকার মুরাদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, ভাওয়ালিয়াপাড়া এলাকার আব্দুল মালেক নামের এক ব্যক্তির বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন আব্দুল বাতেন। এ সময় নিচ থেকে দোতলা বিল্ডিংয়ের ছাদের উপর রড উঠানোর সময় পার্শ্ববর্তী বিদ্যুতের তারে লেগে বাতেন মারা যান। এইউবির এ্যালামনাই এ্যাসোসিয়েশন গঠন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংযুক্তকরণের লক্ষ্যে কেন্দ্রীয় ও বিভাগীয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন গঠন এবং পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ্যালামনাই এ্যাফেয়ার্সের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক এএসএম শামিম। সব সাবেক শিক্ষার্থীকে নিজ নিজ তথ্য দিয়ে কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের ঠিকানা- এ এস এম শামিম, পরিচালক, এ্যালামনাই এ্যাফেয়ার্স, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, উত্তরা, ঢাকা-১২৩০, ই-মেইল: ধষঁসহর@ধঁন.বফঁ.নফ, ফেসবুক গ্রুপ: অটই-অষঁসহ র ফোন: ০১৭১৫৩৩২৭৬৬, ০১৯১৬১৮১৮১৯। -বিজ্ঞপ্তি
×