ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ট্রলারডুবি, ৯ জেলে উদ্ধার

প্রকাশিত: ০৬:২১, ১১ সেপ্টেম্বর ২০১৮

ট্রলারডুবি, ৯ জেলে উদ্ধার

মংলা ফেয়ারওয়ের অদূরে বঙ্গোপসাগরে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে সোমবার সকালে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনী জাহাজ তুরাগ ট্রলারটিকে উদ্ধারের জন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ৯ জেলেকে সমুদ্রে ভাসমান অবস্থা থেকে জীবিত উদ্ধার করে। স্বাধীন-৩ ট্রলারটিতে মোট ১২ জেলে ছিল। নিখোঁজ ৩ জেলেকে উদ্ধারে নৌবাহিনী জাহাজ তুরাগ নিরবচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এছাড়া উদ্ধার তৎপরতাকে জোরদার করার লক্ষ্যে মংলা হতে আরও দুটি নৌবাহিনী জাহাজ মেঘনা ও নিশান ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। উদ্ধার জেলেরা হলো মোঃ হানিফ (৪০), মোঃ আবুল কালাম (৪২), মোঃ জাকির হোসেন (৪৭), মোঃ সুজন (২৮), মোঃ রুবেল (২৮), মোঃ মুসা (২২), মোঃ জাকারিয়া (১৬), মোঃ কবির (৪২), এবং মোঃ মনির (২০)। -আইএসপিআর ইউজিসি স্বর্ণপদক প্রদান উচ্চশিক্ষায় মৌলিক গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে অবদানের জন্য দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ^বিদ্যালয়ের ৩৫ শিক্ষককে ‘ইউজিসি স্বর্ণপদক’ প্রদান করা হবে মঙ্গলবার। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধান অতিথি হিসেবে শিক্ষকদের হাতে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। ২০১৬ সালের জন্য ১৮ জন এবং ২০১৭ সালের জন্য ১৭ জন শিক্ষক এ বছর ইউজিসি স্বর্ণপদক পাচ্ছেন। নির্বাচিত প্রতি শিক্ষককে সনদ ও স্বর্ণপদকসহ পুস্তকের জন্য ৫০ হাজার টাকা এবং প্রবন্ধের জন্য ৩০ হাজার টাকা প্রদান করা হবে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে প্রফেসর ড. দিল আফরোজা বেগম স্বাগত বক্তব্য দেবেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর সচিব মোঃ সোহরাব হোসাইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন। -বিজ্ঞপ্তি
×