ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তি পাচ্ছে ‘মায়া দ্য লস্ট মাদার’

প্রকাশিত: ০৩:৪৮, ৮ সেপ্টেম্বর ২০১৮

মুক্তি পাচ্ছে ‘মায়া দ্য লস্ট মাদার’

স্টাফ রিপোর্টার ॥ কবিতার সঙ্গে তার বসবাস। কবিতার ভেতর খুঁজে বেড়ান মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, মানুষে মানুষে সহমর্মিতা, চারপাশের অনাকাক্সিক্ষত ঘটনার প্রতিবাদসহ অনেক কিছু। কবিতা আর চলচ্চিত্রকে তিনি আলাদা করতে চান না তার সৃষ্টিকর্মে। সে জন্যই তিনি নির্মাণ করেছেন কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নিজের প্রথম চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। এতে জিতেও নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি কবিতার পাশাপাশি চিত্রকর্ম থেকেই চলচ্চিত্রের রসদ খুঁজে নিচ্ছেন নির্মাতা মাসুদ পথিক। নির্মাণ শেষ করেছেন ‘মায়া দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রের শূটিং। চলচ্চিত্রটি এখন মুক্তির অপেক্ষায়। নির্মাতা জানান, ‘কবিগাছ’ ও জীবনানন্দ দাশের ‘সে’ ও অতে্যাঁর র‌্যাবোর ‘সূর্য ও মাংশ’ কবিতা অবলম্বনে ‘বক দ্য সিনেমা’ নির্মাণাধীন। মাসুদ পথিক বলেন, ‘মায়া দ্য লস্ট মাদার’ আমার দ্বিতীয় চলচ্চিত্র। বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত। ‘মায়া দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রের শূটিং শুরু হয় এ বছরের ২০ ফেব্রুয়ারি। ঢাকার শাহবাগের পাঠক সমাবেশ ও আশপাশের বিভিন্ন জায়গায় দৃশ্যধারণের মাধ্যমে এ চলচ্চিত্রের সূচনা হয়। টানা দুই মাসব্যাপী শূটিং চলে ঢাকা ও নরসিংদীর রায়পুরায়। মাসুদ পথিক বলেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও আমার বাড়ি রায়পুরার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত। চলচ্চিত্রে জাতীয় এবং আন্তর্জাতিক শিল্পীরা অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছেন ভারতের জাদুকর পিসি সরকারের মেয়ে আলোচিত অভিনেত্রী মুমতাজ সরকার। তিনি এ পর্যন্ত হিন্দী ও তেলুগু মিলিয়ে ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভারত থেকে অস্করের জন্য নির্বাচিত একমাত্র ‘রক্তকরবী’ চলচ্চিত্রের নায়িকাও তিনি। চলচ্চিত্রটিতে বীরাঙ্গনা মায়ের দুই কন্যার চরিত্রে অভিনয় করছেন মুমতাজ সরকার ও দেশের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। জ্যোতিকা জ্যোতি বলেন, এ চলচ্চিত্রটির আসলে দুটি অংশ। একটি হচ্ছে যুদ্ধশিশুর পার্ট। অন্যটি হলো মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ের স্ট্রাগল পার্ট। আমারটা হচ্ছে সেই স্ট্রাগল পার্ট। একজন গ্রাম্য বিধবা তরুণী। ‘মায়া দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন, প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, রানী সরকার, সৈয়দ হাসান ইমাম, লীনা ফেরদৌসী, ঝুনা চৌধুরী, নাজমা আকতার, দেবাশীস কায়সার প্রমুখ। এছাড়া এতে প্রায় ২০ জন কবিও অভিনয় করেছেন। চলচ্চিত্রটি চলতি বছরই মুক্তি পাবে বলে জানান মাসুদ পথিক। ‘বক দ্য সিনেমা’ নামের চলচ্চিত্রটিতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী উষশী চক্রবর্তী। এছাড়া অভিনয় করবেন আসলাম শিহির, জুয়েল জুহুর, প্রাণ রায়, প্রিয়ন্তী, রুদ্র হক, অসীম সাহা, আসলাম সানী। নির্মাতা জানান, ‘বঙ্গবন্ধু : দ্য গ্রেট প্রিজনার’ নামের নতুন একটি চলচ্চিত্রেরও গবেষণা করছেন।
×