ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

খুলনায় কলেজছাত্র হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৪০, ৭ সেপ্টেম্বর ২০১৮

খুলনায় কলেজছাত্র হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় কলেজ ছাত্র শেখ বদরুদ্দোজা হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এই রায় ঘোষণা করেন। রায়ে আসামি সুলতান আহমেদ ও আব্বাসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়। যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিরা হলেন- নবির হোসেন, তবিবুর রহমান, আকা মিয়া শেখ, খাঁজা মিয়া, বুলু মিয়া, অসিকার শেখ, চাঁন মিয়া শেখ, মনির শেখ, এহিয়া ও কামাল শেখ। আসামিদের সকলের বাড়ি জেলার তেরখাদা উপজেলার কুমিরডাঙ্গা গ্রামের পূর্বপাড়ায়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। জানা যায়, ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর খুলনার তেরখাদা উপজেলার কুমিরডাঙ্গা গ্রামের পূর্বপাড়ায় জোহরের নামাজের সময় ছোট ছেলে-মেয়েদের হট্টগোলে মসজিদের মুসল্লিদের নামাজে বিঘœ ঘটানোর প্রতিবাদ করায় আসামিরা কলেজ ছাত্র শেখ বদরুদ্দোজাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই শেখ আসাদুজ্জামান বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন। নেত্রকোনায় ৭ জন নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলার দুর্গাপুর উপজেলার ভাদুয়া গ্রামের কৃষক সবুজ মিয়াকে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদ-, অনাদায়ে আরও তিনমাসের কারাদ- দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলোÑ রফিকুল ইসলাম, আসাদ মিয়া, তাজুল ইসলাম, আব্দুল আজিজ, বজলুর রহমান, আব্দুস সাত্তার ও জামাল উদ্দিন। এরা প্রত্যেকে দুর্গাপুরের ভাদুয়া গ্রামের বাসিন্দা। এ মামলার আরও ৯ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায়ের বিবরণে প্রকাশ, জমিসংক্রান্ত বিরোধের জেরে আসামিরা ২০০৭ সালের ৭ মার্চ পূর্ব পরিকল্পিতভাবে সবুজ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
×