ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ নিহত ৮

প্রকাশিত: ০৬:১৭, ৪ সেপ্টেম্বর ২০১৮

সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ নিহত ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে। এর মধ্যে সাভারে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রকৌশলীসহ তিন নিহত হয়। এ ছাড়া কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও নোয়াখালীতে ৫ জন নিহত হয়। এদিকে কলাপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৩ জন আহত হয়েছে। রবি ও সোমবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। সাভারে ট্রাক-পিক্আপ ভ্যানের সংঘর্ষে এক প্রকৌশলীসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলো- ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আকতার লিমিটেডের প্রকৌশলী জহিরুল ইসলাম (৪০), ঢাকা ওয়াসার সার্ভেয়ার নুরুন্নবি (৩৮) এবং পিকআপ ভ্যানচালক খলিলুর রহমান (৩৫)। কুড়িগ্রামে নিহত ১ ॥ উলিপুরে বালুভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সাহেদুর রহমান (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীও মারাত্মক আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটে রবিবার রাত আটটার দিকে কুড়িগ্রাম-উলিপুর সড়কের হেলিপ্যাড এলাকায়। পীরগঞ্জে গৃহবধূ নিহত ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ গুয়াগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এসিআই প্রাইভেট লিঃ কোম্পানির কর্মকর্তা বীরগঞ্জ থেকে মোটরসাইকেলে পীরগঞ্জে আসার সময় বাসস্ট্যান্ড এলাকায় জোসনাকে (৫০) চলন্ত অবস্থায় ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত পীরগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। রবিবার রাত আটটায় তার মৃত্যু হয়। লালমনিরহাটে পোশাক শ্রমিক নিহত ॥ সোমবার বেলা সাড়ে ১১টায় আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি মহাসড়কে ট্রাক ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় আলমগীর হোসেন (১৮) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। এরা হলেন মুক্তা রানী (২৪), পাণেশ্বর (৪০), রতুল চন্দ্র (৩৫), আব্দুল খালেক (৩৫) ও আরিফিনা বেগম (৩০)। আহতদের বাড়ি আদিতমারীতে। আহতদের তিন জনের অবস্থা আশঙ্কাজনক। এদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নোয়াখালী ॥ বিডিনিউজ জানায়, নোয়াখালীর সেনবাগ উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিক্সার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে বলে সেনবাগ থানার ওসি মইন উদ্দিন আহমদ জানান। কলাপাড়ায় আহত ১৩ ॥ কলাপাড়ায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৩ জন আহত হয়েছে। সোমবার বেলা ১১টায় কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বিশকানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, স্বর্ণা পরিবহনের (ভোলা-জ ১-০০-১১) একটি লোকাল বাস পটুয়াখালী থেকে ছেড়ে কলাপাড়ায় আসছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে একটি বাস ও ভটভটিকে ক্রস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে আটকেপড়া যাত্রীদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আলী আহম্মেদ জানান, খবর শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। বাসের মধ্যে আটকেপড়া যাত্রীদের ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় বের করে আনা হয়। তবে কোন নিহতের ঘটনা ঘটেনি। চালক ও হেল্পার পালিয়ে গেছে। রংপুরে মৃতের সংখ্যা বেড়ে ৮ ॥ গত রবিবার রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত রাজীব (১২) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রাজীব গাইবান্ধার তালুক বেলকা গ্রামের খসরু মাহমুদের ছেলে। রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন সোমবার সকালে মারা যায় সে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট জনে। গত রবিবার দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়। আহত হয় ৫০ জন। ওই রাতে হাসপাতালে চিকিৎসাধীন আরও দু’জন মারা যায়। রাত পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ায় সাত জনে। নিহতরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক বর্মণ গ্রামের রুবেল হোসেনের স্ত্রী রোকসানা (২০), নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ী গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী অমিজন (৪৫), পঞ্চগড়ের শাহীন মিয়া (১২), ঠাকুরগাঁও জেলার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে আব্দুর রহমান (৭০), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়নখাল গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী নুরবানু (৪৫), রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট গ্রামের মামুন মিয়ার স্ত্রী সুমি আক্তার (২২) ও নীলফামারীর কিশোরগঞ্জের ফুলকি বেগম। ধাপ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা কিবরিয়া জানান, রংপুর নগরীর সিও বাজার এলাকায় রবিবারের সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছে ১৯ জন। এদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
×