ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাবার পরিবেশন করছে ডাইনোসর

প্রকাশিত: ০৫:৩৬, ২ সেপ্টেম্বর ২০১৮

  খাবার পরিবেশন করছে ডাইনোসর

আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছে ডাইনোসর। ভাবুন তো সেই বৃহদাকার প্রাণীটি যদি এখন বাধ্য ছেলের মতো আপনাকে অভ্যর্থনা জানিয়ে বলে, স্যার, বলুন আপনাকে কিভাবে খেদমত করতে পারি। তাহলে কেমন হয়? হ্যাঁ, জাপানের একটি হোটেল সম্প্রতি কয়েকটি কৃত্রিম ডাইনোসর দিয়ে অতিথিদের অভ্যর্থনা ও খাবার পরিবেশনের ব্যবস্থা করেছে। এগুলো হোটেল বয়দের মতো খাবারের অর্ডার নিচ্ছে, যথাসময়ে তা পরিবেশন করছে, বিল বানিয়ে দিচ্ছে এবং বিদায়ের সময় অত্যন্ত মধুর সুরে বলছে ‘ধন্যবাদ’। টোকিওর প্রখ্যাত ‘হেন না’ হোটেল এই অভিনব রীতিতে আগতদের চমকে দিচ্ছে। পুরো জাপান তথা বিশ্বের মধ্যে হেন না হোটেল কর্তৃপক্ষ প্রথমবারের মতো এই ধারণা সামনে এনেছে। ‘হেন না’ কথাটির অর্থ হলো অদ্ভুতরকম। সত্যি এই হোটেলে খেতে গেলে আপনাকে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে। খবরে বলা হয়েছে, হোটেলে প্রবেশ করা মাত্র মাথায় টুপি পড়া একটি শান্তশিষ্ট রোবট ডাইনোসর আপনাকে বসার টেবিল দেখিয়ে দেবে। এগিয়ে দেবে খাবারের মেনু কার্ড। আপনাকে প্রথমেই এরা ভাষা বেছে নেয়ার অপশন দেবে। আপনি চাইলে এ সকল ডাইনোসরের সঙ্গে জাপানী, ইংরেজী, চীনা বা কোরিয়ান ভাষায় কথা বলতে পারবেন। হোটেলটির ম্যানেজার ইউকিও নাগাই বলেন, এই অদ্ভুত বিষয়টি দেখে প্রথমে অনেকেই ঘাবড়ে যান। এরপর বিশালদেহী সব ডাইনোসর ছোট্ট ছোট্ট থালায় যখন খাবার পরিবেশন করে তখন অনেকের কাছেই বিষয়টি অদ্ভুত ও নতুন ধারণা বলে প্রতীয়মান হয়। তবে হোটেলে প্রবেশ করা মাত্র ডাইনোসরগুলো আগতদের সঙ্গে ভাব জমাতে শুরু করে। ডাইনোসরগুলো কাস্টমারের পছন্দ মতো গান চালিয়ে দেয়। আবার টেলিভিশনের রিমোর্ট হাতে নিয়ে বলে, স্যার, বলুন আপনি ঠিক কোন চ্যানেল দেখতে চান। কাস্টমার বলা মাত্র তা বদলে দেয়। ইউকিও নাগাই আরও বলেন, শিশুরা এই ডাইনোসরের সেবা নিতে বেশি আগ্রহী। তারা অনেক সময় এগুলোর গায়ে হাত বুলিয়ে মজা পায়। অনেকে আবার এগুলোর সঙ্গে ছবি তোলে।-জাপান টাইমস অবলম্বনে।
×