ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিলেটে প্রবাসী আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ০৫:০৪, ২ সেপ্টেম্বর ২০১৮

 সিলেটে প্রবাসী আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জিন্দাবাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েত শাখার সাধারণ সম্পাদক এসএম আব্দুল আহাদ (৪০) খুন হয়েছেন। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার করিমপুর মেদিনীমহল গ্রামের হাজী নুর মিয়ার ছেলে। পুলিশ সুত্র জানায়, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে মারা যান আহাদ। এর আগে রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। জরুরী বিভাগ থেকে অর্থোপেডিক্স ওয়ার্ডে পাঠানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুল আহাদের মৃত্যু ঘটে। জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় মোটরসাইকেল যোগে এসে একদল যুবক হঠাৎ আহাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে আহাদের পেট ও শরীরের বিভিন্ন স্থান ক্ষত-বিক্ষত হয়। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভায় যোগ দিতে সিলেটে এসেছিলেন আহাদ। শুক্রবার রাতে তার বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল। কোতোয়ালি মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, আহাদ গত ১৫ আগস্ট ছুটিতে দেশে আসেন।
×