ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চারুমেলায় ব্যতিক্রমী পারফর্মেন্স আর্ট

প্রকাশিত: ০৪:১৪, ২ সেপ্টেম্বর ২০১৮

 চারুমেলায় ব্যতিক্রমী পারফর্মেন্স আর্ট

স্টাফ রিপোর্টার ॥ চিত্রকলা, ছাপচিত্র, আলোকচিত্র, ভাস্কর্য, স্থাপনা প্রভৃতি শিল্প মাধ্যমের মতো পারফর্মেন্স আর্টও চিত্তকে প্রষণ্ণ করে। বেতার-মঞ্চ-দুরদর্শন-চলচ্চিত্র-চারুকলা প্রভৃতি শিল্প মাধ্যমের মতোই পারফর্মেন্স আর্ট একটি স্বতন্ত্র শিল্প মাধ্যম। দর্শককে নিমিষে আগ্রহান্বিত করতে পারা এবং দৈহিক সীমাবদ্ধতাকে মানসিক চিন্তার বিশালতা দ্বারা ব্যাপৃত করে শিল্পী তার কাজটা করেন। যে কোন স্থান, সময়কে ব্যবহার করে দর্শকদের মনোজগতকে নাড়িয়ে দিতে শিল্পীর ব্রেইন স্টরমি তথা কল্পনায় ঝড় তোলা এই শিল্পের অনিবার্য অনুষঙ্গ। দৈহিক উপস্থানায় সত্যের অনুসন্ধান এই শিল্পের মর্মকথা। শিল্পীর দেহ এখানে ক্যানভাস, দৈহিক অঙ্কন শিল্পীর চিন্তার বাস্তবায়ন। শিল্পকলায় এশীয় চারুকলা প্রদর্শনীতে ভিন্ন মাত্রা আনতে সংযোজন করা হয়েছে ব্যতিক্রমী পারফর্মেন্স আর্ট। উৎসবে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক শিল্পকর্ম যেমন : চিত্রকলা, ছাপচিত্র, আলোকচিত্র, ভাস্কর্য, স্থাপনা, শিল্প প্রভৃতি প্রদর্শনের পাশাপাশি শনিবার থেকে প্রতিদিন প্রদর্শন হচ্ছে পারফর্মেন্স আর্ট। এতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন সুমন আক্তার, আবু নাসের, শুভ সাহা, ইমরান হোসেন, সঞ্জয় চক্রবর্তী, অসীম হালদার, জাহিদ হোসেন, অর্পিতা সিংহ লোপা, ইয়াসমিন জাহান নূপুর, ফারাহ্ নাজমুন, জুয়েল এরব, জয়দেব রোয়াজা, অর্পিতা সিংহ, মুহাম্মাদ জাকির, নাসরিন টুনটুন ও সুজন মাহাবুব। এছাড়া কোরিয়া, স্পেন, ইউএসএ, জার্মানি, চীন, জাপান, তুরস্ক, অস্ট্রেলিয়া ও ইতালির মোট ১২ জন শিল্পী। বিদেশ থেকে অংশ নিচ্ছেন জিম গোয়াং চেওল, এবেল, এ্যাজকোনা, প্রিয়াচ আর সান, মারিতা বুলমান, পার্ক কিয়োংগা, জিম গোয়াং, চ্যাং জিন, মেদা, উজুরু, লিমেন সেভদা, উকি কোবায়শি, মরিসা গ্যারিপা প্রমুখ। পারফর্মেন্স আর্ট প্রদর্শন হচ্ছে শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনা ও কিউরেটর শিল্পী মাহ্বুর রহমানের তত্ত্বাবধানে। এটা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া ৬ ও ৭ সেপ্টেম্বর দেশী-বিদেশী শিল্পীদের সমন্বয়ে রয়েছে পারফর্মেন্স আর্ট ওয়ার্কশপ। বাংলাদেশসহ ৬৮ দেশের ৪৬৫ জন শিল্পীর ৫৮৩টি শিল্পকর্ম নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চলছে বিশ্ব শিল্পের বৃহৎ মিলনমেলা মাসব্যাপী ‘১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৮’।
×