ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বরিশালে ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান দাবি

প্রকাশিত: ০৭:০০, ১ সেপ্টেম্বর ২০১৮

 বরিশালে ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান  দাবি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রমত্তা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে শুক্রবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা কমিটির আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ওপরে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে জাতীয় কৃষক সমিতির জেলা কমিটির নেতৃবৃন্দদের পাশাপাশি নদী গর্ভে ভবন বিলীন হয়ে যাওয়া সৈয়দ মোশারফ-রশিদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন- বিদ্যালয় ভবন, কৃষি জমি, বসতঘরসহ বহু স্থাপনা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। অব্যাহত ভাঙ্গনের কারণে এখন দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়কপথে যোগাযোগের অন্যতম মাধ্যম ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু হুমকির মুখে রয়েছে। একইসঙ্গে চরম হুমকিতে রয়েছে বরিশালে বিমান বন্দর এলাকার স্কুল-কলেজ-মাদ্রাসা, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা ও একরের পর একর কৃষি জমি। বক্তারা স্থায়ী ভাঙ্গন প্রতিরোধের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাদের কাছে দাবি করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কৃষক সমিতির জেলা শাখার সভাপতি বজলুর রহমান মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা সম্পাদক অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ, কৃষক নেতা মোজাম্মেল হক ফিরোজ, এনায়েত করিম ফারুক মাস্টার, ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক টিএম শাহজাহান, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নুরুল বাসার সোহেল।
×