ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

যুবককে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, আড়াইহাজারে ৪ পুলিশ কর্মকর্তাকে গণপিটুনী

প্রকাশিত: ০৭:৪০, ৩১ আগস্ট ২০১৮

যুবককে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, আড়াইহাজারে ৪ পুলিশ কর্মকর্তাকে গণপিটুনী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ \ আড়াইহাজারে রমজান নামে এক যুবককে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাত আটটায় ঝাউঘরায় এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে। তবে পুলিশ গণপিটুনির কথা অস্বীকার করে জানায়, মাদক দ্রব্যের এক আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে আসামি পক্ষের লোকজনের তর্কাতর্কির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে আড়াইহাজার থানার এসআই আবুল কাসেম, পিএসআই (শিক্ষানবিস এসআই) মোফাজ্জল হোসেন, এএসআই মোস্তফা, এএসআই হেলাল সাদা পোশাকে দুটি মোটরসাইকেলে ঝাউঘরায় যায়। তারা অটোরিক্সা চালক রমজানকে ইয়াবা দিয়ে আটক করে ফাঁসানোর চেষ্টা করে। পুলিশ তাকে মারধর শুরু করলে এলাকার লোকজন এর প্র্রতিবাদ জানায়। এক পর্যায়ে পুলিশ স্থানীয়দের সঙ্গেও দুর্ব্যবহার করে। পরে লোকজন ক্ষিপ্ত হয়ে চার পুলিশকে ধরে গণপিটুনি দেয়। মারধরে পুলিশ সদস্যদের শরীরের জামাকাপড় ছিঁড়ে যায়। আহত এসএই আবুল কাসেম ও পিএসআই মোফাজ্জল হোসেনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা ও অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশের মারধরে আহত রমজান জানায়, উপজেলার ঝাউঘরা গোরস্তান সংলগ্ন আমার বাড়িতে এসে আমার পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। আমাকে মারধর শুরু করে। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশের মারধরে প্রতিবাদ করে। এ সময় পুুলিশ স্থানীয় লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে কয়েকশ লোক একত্রিত হয়ে পুলিশকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে আড়াইহাজার থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পিটুনির শিকার চার পুলিশকে উদ্ধার করে।
×