ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৪৭, ৩১ আগস্ট ২০১৮

ঝলক

ছাগলের পছন্দ বলে কথা! রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে সম্প্রতি প্রকাশিত তথ্যে বলা হয়েছে : বিজ্ঞানীরা এক গবেষণায় দেখতে পেয়েছেন, মানুষের মুখের অভিব্যক্তি বা হাবভাব ছাগলরা বেশ ভালই বুঝতে পারে। শুধু যে বুঝতে পারে তাই নয়, গবেষকদের তথ্য বলছে, মানুষের রাগী রাগী অভিব্যক্তির চেয়ে হাসিমাখা বা প্রফুল্ল মুখের দিকেই ছাগলরা বেশি আকৃষ্ট হয়। যুক্তরাজ্যের এ গবেষণাটি করার সময় এতে নমুনা হিসেবে ব্যবহৃত ছাগলের সামনে একই ব্যক্তির কিছু ছবি টাঙানো হয়। এসব ছবির মধ্যে ব্যক্তির রাগান্বিত মুখভঙ্গি ও হাসিমাখা প্রফুল্ল মুখের ছবি আলাদা আলাদা টাঙানো হয়। দেখা যায়, রাগী রাগী ছবির চেয়ে হাসিমাখা মুখের ছবিটির দিকে বেশি আকৃষ্ট হয় এবং সেটির সঙ্গেই ছাগলটি অপেক্ষাকৃত বেশি সময় কাটায়। এ থেকে গবেষকরা সিদ্ধান্তে আসেন, কুকুর বা ঘোড়ার মতো পোষা প্রাণীই যে শুধু মানুষের মুখের অভিব্যক্তি বুঝতে পারে এমন নয়, বরং ছাগল বা অন্যান্য প্রাণীও মানুষের মুখের হাবভাব খুব ভাল বুঝতে পারে। এ বিষয়টি নিয়েই জার্নালে প্রকাশিত লেখাটির সহ-লেখক লন্ডন ইউনিভার্সিটির ড. এলান ম্যাকএলিগট বলেছেন, মানুষের মুখ দেখে প্রাণীরাও যে মানুষের আবেগকে বুঝতে পারে সেটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, এর আগে মনে করা হতো, শুধু পোষা প্রাণীই মানুষের আবেগ বা অভিব্যক্তি ভাল টের পায়। কিন্তু ছাগল দিয়ে এই নিরীক্ষার পর এখন বলা হচ্ছে, শুধু কুকুর বা ঘোড়া নয়, বরং গৃহপালিত সকল প্রাণীই যে মানুষের আবেগ ও অভিব্যক্তিকে চিহ্নিত করতে পারে এ বিষয়ে একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।-বিবিসি নাসা মহাকাশচারীর অবাক কা- ! গত পাঁচ দশকে এমন ঘটনা ঘটেনি। বিশ্ববাসীকে অবাক করে নাসার ট্রেনিং থেকে নিজের নাম সরিয়ে নিলেন এক মহাকাশ অভিযাত্রী। স্পেস এজেন্সির তথ্য অনুসারে, ওই অভিযাত্রীর নাম রব কুলিন। ট্রেনিংয়ে নির্বাচিত হওয়ার এক বছর পর ওই মহাকাশচারী ইস্তফা দিলেন। পদত্যাগের বিষয়টি নিয়ে নাসার মুখপাত্র ব্রান্ডি ডিন বলেন, ব্যক্তিগত সমস্যাকে ইস্তফার কারণ হিসেবে দেখিয়েছেন কুলিন। এর বেশি আর কিছু বলতে চাননি ব্রান্ডি ডিন। ২০১৭ সালের জুনে রব কুলিন নাসার ২০১৭ মহাকাশচারী প্রার্থীদের প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন। সে বছরই আগস্টে মহাকাশচারী প্রার্থী হিসেবে দুই বছরের ট্রেনিং শুরু করেন। নাসার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ট্রেনিংয়ের জন্য নির্বাচনের আগে রব স্পেস-এক্স সংস্থাতে একজন সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সাল থেকে ওই সংস্থার সঙ্গে কুলিন যুক্ত ছিলেন। কুলিন যুক্তরাষ্ট্রের আলাস্কার বাসিন্দা। পর্দাথবিজ্ঞানের ওপর মাস্টার ডিগ্রী রয়েছে তার। এরপর ইউনির্ভাসিটি অব ক্যালির্ফোনিয়া থেকে তিনি ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট করেন। এছাড়া আলাস্কার একজন কমার্শিয়াল ফিশারম্যান হিসেবেও কিছুদিন কাজ করেন কুলিন। তিনি এর আগে একজন প্রাইভেট পাইলটও ছিলেন। নাসার এই পদটির জন্য নিয়মিত প্রায় ১৮হাজার প্রার্থী আবেদনপত্র পাঠায়। তাদের মধ্যে থেকে নির্বাচিত হন মাত্র ১২ জন। -এএফপি
×