ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সুচির পুরস্কার কেড়ে নেয়া হবে না ॥ নোবেল কমিটি

প্রকাশিত: ০৭:২৫, ৩০ আগস্ট ২০১৮

সুচির পুরস্কার কেড়ে নেয়া হবে না ॥ নোবেল কমিটি

বিডিনিউজ ॥ রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর রোহিঙ্গা ‘গণহত্যা’ নিয়ে জাতিসংঘ প্রতিবেদনের পরও নোবেল পুরস্কার খোয়াচ্ছেন না নেত্রী আউং সান সুচি। নরওয়ের নোবেল কমিটি বুধবার জানিয়েছে, ওই প্রতিবেদনের ভিত্তিতে সুচির নোবেল শান্তি পুরস্কার কেড়ে নেয়া হবে না। কারণ, সুচি পুরস্কারটি বহু আগে তার অতীত অর্জনের জন্য পেয়েছেন। মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান সুচি। কিন্তু দেশ পরিচলনার ক্ষমতা হাতে পাওয়ার পরও সুচি রাখাইনে সেনাবাহিনীর দমনপীড়নের বিরুদ্ধে কথা না বলা এবং সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে সমালোচিত হন। তার নোবেল পুরস্কার কেড়ে নেয়ারও দাবি ওঠে। বুধবার নরওয়ের নোবেল কমিটির সেক্রেটারি ওলাভ এনজোয়েলস্টাড বলেন, ‘পদার্থবিদ্যা, সাহিত্য বা শান্তি যে কোন ক্ষেত্রেই যখন কাউকে নোবেল দেয়া হয়, তখন তার এ পুরস্কার পাওয়ার মতো অতীত কোন কাজ বা অর্জনের স্বীকৃতি স্বরূপই তাকে তা দেয়া হয়, এটি মনে রাখা জরুরী।’ ‘আউং সান সুচিকেও ১৯৯১ সাল পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতার জন্য তিনি যে লড়াই করেছেন তার স্বীকৃতিস্বরূপ নোবেল দেয়া হয়েছে। ওই বছরই তিনি নোবেল পেয়েছেন।’ তাছাড়া, যে নিয়মে নোবেল পুরস্কার দেয়া হয় সেখানে পুরস্কার প্রত্যাহারের অনুমতি নেই।
×