ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে হত্যা করে দেশ পেছনের দিকে নেয়ার চেষ্টা হয়েছিল ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৭:৩৪, ২৯ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধুকে হত্যা করে দেশ পেছনের দিকে নেয়ার চেষ্টা হয়েছিল ॥ খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৮ আগস্ট ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল পৈশাচিকভাবে। তার স্ত্রী, শিশু পুত্র, পুত্রবধূ ও সন্তানদেরসহ এ রকম বর্বর হত্যাকা- পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। এ বর্বরতা প্রতিহিংসার, জিঘাংসার। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে নস্যাৎ করতে চেয়েছিল। বাংলাদেশকে আবার পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। বঙ্গবন্ধু হত্যাসহ আরও দুটি হত্যাকা- উল্লেখ করে বলেন, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম তিনটি হত্যার সঙ্গে জিয়া ও তার পুরো পরিবার জড়িত। বাকি হত্যাকা- দুটি হচ্ছে জেলখানা হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যাকা-। মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জের রামেরকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমন্বয় কমিটি ঢাকা-২ আসনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিম এতে সভাপতিত্ব করেন। তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, ষড়যন্ত্রকারীরা বারবার ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের পিছিয়ে নেয়ার চেষ্টা করছে। আজকের এই দিনে সবার প্রতি আমি আহ্বান জানাব, আসুন আমরা এই অপশক্তির বিরুদ্ধে অতন্ত্র প্রহরীর মতো সজাগ থাকি। এই খুনীদের সঙ্গে আলোচনা বা সংলাপ করার কিছুই নেই। নির্বাচন হবে সংবিধানসম্মত পদ্ধতিতে, নির্বাচন হবে সবার অংশগ্রহণের মাধ্যমে, সুষ্ঠু ও সুন্দরভাবে। কোন দল নির্বাচনে এলো, কোন দল এলো না সেটা দেখার বিষয় না। বেগম জিয়ার মুক্তির বিষয় আদালতের, এখানে সরকারের কোন হাত নেই। তত্ত্বাবধায়ক সরকার বা সহযোগী সরকার এটা মৃত একটা ইস্যু। সর্বশেষে তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্ত করুন।
×