ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নাসা সেলফিস এ্যাপ

প্রকাশিত: ০৫:৩২, ২৯ আগস্ট ২০১৮

নাসা সেলফিস এ্যাপ

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিয়ে এসেছে ‘নাসা সেলফিস এ্যাপ’। এই এ্যাপের সাহায্যে ঘরে বসে তোলা ছবিতে মহাকাশের বিভিন্ন ফ্রেম যুক্ত করা যাবে। যা দেখে অন্যরা ভাববে আপনি সত্যিই মহাকাশে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে এসব সেলফি পোস্ট করে আপনিও বনে যেতে পারেন মহাকাশযাত্রী –নাসা মুখে শাবক নিয়ে নদী পার কেনিয়ার মাসাইমারায় একটি জলহস্তী মুখে করে এক শাবককে নিয়ে তালেক নদী পার হচ্ছিল। দৃশ্যটি দেখলে মনে হতে পারে, কোন ক্ষুধার্ত জলহস্তী শাবকটিকে খেয়ে ফেলছে। কিন্তু পুরো ঘটনাটি বোঝা যায় জলহস্তীটি নদী পার হওয়ার পর। মূলত সে তার শাবককে অন্য প্রাণীর হাত থেকে বাঁচাতে এমন অভূতপূর্ব কাজ করেছে -ওয়েবসাইট
×