ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে দুই সাংবাদিকের রায় পেছাল

প্রকাশিত: ০৬:৩৪, ২৮ আগস্ট ২০১৮

মিয়ানমারে দুই সাংবাদিকের রায় পেছাল

মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের মামলার রায় এক সপ্তাহ পিছিয়ে গেছে। সোমবার এই রায় ঘোষণার কথা থাকলেও এ মামলা বিচারের দায়িত্বে থাকা বিচারকের অসুস্থতার কারণে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রায় স্থগিত রাখা হয়েছে। ইয়াঙ্গুনের জেলা জজ আদালত গত ৯ জুলাই সাংবাদিক ওয়া লোন (৩২) এবং কিয়াও সো ও’র (২৮) বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাদের বিচার শুরু করে। ইয়াহু নিউজ। রয়টার্সের দুই সাংবাদিক সেদিন আদালতে নিজেদের নির্দোষ দাবি করে বলেন, সংবাদিকতার সব নিয়মই তারা অনুসরণ করেছেন। ঔপনিবেশিক আমলের ওই আইনে দোষী সাব্যস্ত করা হলে তাদের ১৪ বছর পর্যন্ত কারাগারে কাটাতে হতে পারে। পশ্চিমা কূটনীতিবিদদের কেউ কেউ এবং কোন কোন অধিকার সংগঠন এই বিচারকে গণতন্ত্রে প্রত্যাবর্তনের প্রক্রিয়ায় থাকা মিয়ানমারের জন্য একটি পরীক্ষা হিসেবে দেখছেন। ফ্লোরিডায় গুলি, নিহত ২, বন্দুকধারীর আত্মহত্যা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবারও গুলিতে নিহতের ঘটনা ঘটেছে। এবার একটি ভিডিও গেম টুর্নামেন্ট চলাকালে এক ভিডিও গেমারের গুলিতে দুই জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। রবিবার অঙ্গরাজ্যটির জ্যাকসনভিলে একটি বিনোদন কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। বিবিসি, সিএনএন। গুলিবর্ষণকারীর নাম ডেভিড কাট্জ এবং সে প্রতিযোগিতায় অংশ নিতে বাল্টিমোর থেকে জ্যাকসনভিলে এসেছিল বলে জানিয়েছেন। ২৪ বছর বয়সী কাট্জ আত্মহত্যা করেছেন এবং তার মৃতদেহ তার গুলিতে নিহত দু’জনের পাশেই পড়ে ছিল বলে জানিয়েছেন উইলিয়াম।
×