ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদক সেবনে বাধা দেয়ায় হামলা ॥ নিহত এক

প্রকাশিত: ০৮:০০, ২৫ আগস্ট ২০১৮

 মাদক সেবনে বাধা দেয়ায় হামলা ॥ নিহত এক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে মাদকসেবীর হামলায় সিরাজ শেখ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় আরও দু’ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। নিহত সিরাজ খড়িয়া গ্রামের মৃত মোজাফর শেখের পুত্র। আহতরা হলেন একই গ্রামের সামাদ শিকদারের ছেলে রাজন শিকদার (১৯) ও মৃত মুজিবুর মুন্সীর ছেলে জিয়াউর রহমান জিয়া (২৫)। প্রত্যক্ষদর্শীরা বলেন, গত বুধবার ঈদের দিন সন্ধ্যায় খড়িয়া গ্রামের পাশে পদ্মা নদীর পারে ওটি আল-মামুন-৫ নামক একটি তেলের জাহাজ ভেড়ানো ছিল। সেখানে কিছু ছেলে মাদক সেবন করছিল। ইমরান হোসেন (১৮), রবিন মোল্লা (১৮), আমিনুল ইসলাম (১৭), রাব্বি হোসেন (১৮) নামের মাদক সেবনকারীরা সেখানে গিয়ে মাদক সেবন করছিল। এ সময় জাহাজে একটা বড় লাইট জ্বালানো থাকায় তাদের মাদক খেতে সমস্যা দেখা দেয়। সে জন্য তারা লাইট খোলার চেষ্টা করে। লাইট খুলতে দেখে জাহাজের কর্মরত স্টাফ আক্তার হোসেন, মিজানুর রহমান ও বাবুর্চী বাবুল হাজী লাইটটি খুলতে বাধা দেয় ও তাদের সেখান থেকে চলে যেতে বলে। এতে ক্ষুব্ধ হয়ে মাদক সেবনকারীরা তাদের মারধর করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয় কিছু লোক এগিয়ে এসে বাধা দিলে তাদের উপরও হামলা করে মাদকসেবীরা। এতে তিনজন গুরুতর আহত হয়। পরে সিরাজ শেখ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাতে মারা যায়। অপর দু’জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
×