ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্পিডব্রেকার না থাকায় ঝুঁকিতে ২২ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৭:৪২, ২৫ আগস্ট ২০১৮

 স্পিডব্রেকার না থাকায় ঝুঁকিতে ২২ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ॥ লালমনিরহাট-বুড়িমারী ৯৯ কিলোমিটার সড়কের পাশে রয়েছে ২২টি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু স্পিডব্রেকার না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় শিক্ষার্থীদের। আবার সীমানা প্রাচীর না থাকায় সড়কের পাশে স্কুলের মাঠে খেলতে গিয়েও আতঙ্কে থাকে শিশুরা। এ নিয়ে চিন্তিত অভিভাবকরাও। যদিও দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ব্যস্ত সড়কে ছুটছে দ্রুতগামী যানবাহন। তারই পাশে শিশুদের স্কুল। কিন্তু সামনে নেই কোন স্পিডব্রেকার। ফলে ঝুঁকি নিয়েই রাস্তা পার হতে হয় শিক্ষার্থীদের। লালমনিরহাট-বুড়িমারী ৯৯ কিলোমিটার মহাসড়কের পাশে রয়েছে এ রকম ২২টি প্রাথমিক বিদ্যালয়। ছুটি বা টিফিনের সময় স্কুলের মাঠে খেলাধুলা করতে গিয়েও আতঙ্কে থাকে শিশুরা। কারণ তাদের আশঙ্কা, স্কুলের সীমানা প্রাচীর না থাকায়, যে কোন সময় বেপরোয়া যানবাহন ঢুকে পড়তে পারে মাঠে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুললে লালমনিরহাট মহাসড়কের পাশে থাকা এই স্কুলগুলোর ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। জেলা প্রশাসক বলছেন, মহাসড়কের পাশে থাকা বিদ্যালয়গুলোয় সীমানা প্রাচীর দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। লালমনিরহাট জেলা অফিসের তথ্য অনুযায়ী, গত একবছরে এ সড়কে দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ শিক্ষার্থীর। তাই মহাসড়কের পাশে থাকা স্কুলগুলোর শিক্ষার্থীদের চলাচল নিরাপদ করতে সরকারের দ্রুত হস্তক্ষেপ চান স্থানীয়রা।
×