ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার আর নেই

প্রকাশিত: ০৫:২০, ২৫ আগস্ট ২০১৮

প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার আর নেই

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের প্রখ্যাত সাংবাদিক, লেখক, কূটনীতিক ও মানবাধিকার কর্মী কুলদীপ নায়ার আর নেই। গত বৃহস্পতিবার সকালে ৯৫ বছর বয়সে নয়া দিল্লির একটি হাসপাতালে মারা যান তিনি। একই দিন শহরটির লোধি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন তিনি। খবর পিটিআই ও এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। কুলদীপ নায়ারের জন্ম ১৯২৩ সালের ১৪ আগস্ট ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে। আইন শাস্ত্রে লেখাপড়া করেও তিনি কর্মজীবন শুরু করেন উর্দু পত্রিকা দৈনিক আনজামের একজন প্রতিবেদক হিসেবে। এরপর দীর্ঘ ক্যারিয়ারে নিজের পরিচয়কে তিনি বিস্তৃত করেছেন বহুমাত্রায়। ভারতের ইংরেজী দৈনিক ইন্ডিডিয়ান এক্সপ্রেস এবং স্টেটসম্যান সম্পাদনা করা কুলদীপ নায়ার ছিলেন সেইসব সাংবাদিকদের একজন, যারা সত্তরের দশকে ইন্দিরা গান্ধীর সময়ে জরুরী অবস্থা জারির বিরোধিতা করেছিলেন। এ কারণে তাকে কারাগারেও যেতে হয়। কুলদীপ নায়ার ১৯৯০ এর দশকের শুরুতে ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ধর্মীয় উগ্রবাদের পাশাপাশি উগ্র জাতীয়তাবাদের বিরোধিতায় সরব এই কলামিস্ট শেষ বয়সে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন তার রাজনৈতিক বিশ্লেষণের জন্য। গণতন্ত্রকামী এই লেখক ১৫টি বই লিখেছেন। কুলদীপ নায়ারের মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বহু লোক শোক প্রকাশ করেন।
×