ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গরুর বেপারি ও হেলপার নিহত

প্রকাশিত: ০৬:০০, ১৯ আগস্ট ২০১৮

  গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গরুর  বেপারি ও হেলপার নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে শনিবার একটি ট্রাকের সঙ্গে কোরবানির গরুবাহী অপর একটি ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ী একজন নিহত ও অপর দুইজন আহত হয়েছে। এছাড়া একইদিন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই ট্রাকের নিচে ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়র হুসেন জানান, কোরবানির ঈদ উপলক্ষে জামালপুর থেকে কয়েক ব্যবসায়ী বিক্রির জন্য ১৫টি গরু একটি ট্রাকে নিয়ে শনিবার ভোরে ঢাকা যাচ্ছিলেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা উড়াল সেতুর ওপর পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকটি ওই সেতুর ওপর দাঁড়িয়ে থাকা বালু ভর্তি অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গরুবাহী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ট্রাকে থাকা গরু ব্যবসায়ী দুজনসহ তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজিজুর রহমান খোকাকে (৩০) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত আজিজুর রহমান খোকা জামালপুর সদর উপজেলার সোনাকাথা এলাকার হোসেন আলীর ছেলে। আহতরা হলেন, জামালপুর সদর উপজেলার চরশী উপরীপাড়া এলাকার লাল মাহমুদের ছেলে গরু ব্যবসায়ী খোরশেদ আলম (৩৪) এবং ট্রাকের হেলপার হযরত আলী (২১)। এছাড়া একইদিন সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই ট্রাকের নিচে ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও কারখানার ম্যানেজারকে আটক করেছে পুলিশ। . বাগেরহাটে ইজিবাইক চালক স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, শরণখোলায় যাত্রীবাহী বাসের চাপায় ইউনুছ হাওলাদার (৩০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। রাজৈর বাসস্ট্যান্ডে সড়কের পাশে ইাজবাইক রেখে পানি দিয়ে পরিষ্কার করার সময় ঘাতক বাসটি তাকে চাপা দেয়। এসময় বাসে থাকা চার যাত্রীও আহত হন। শনিবার সকাল ৯টার দিকে শরণখোলার রাজৈর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুছ খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের মোবারেক হাওলাদারের ছেলে। এসময় উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিলে দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে সবধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। এঘটনায় নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে বাসচালক (মালিক) মোরেলগঞ্জ উপজেলার কালীকাবাড়ি এলাকার জব্বার খানের ছেলে শহিদুল ইসলামের নামে হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের ভাই নজরুল ইসলাম ও শফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে ইজিবাইকে যাত্রী নেয়ার কারণে ইউনুছের সঙ্গে বাসচালক শহিদুলের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে বিষয়টি খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের মেম্বার জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয়রা বসে মীমাংসা করার চেষ্টা করেন। এসময় ক্ষুব্ধ ওই বাস চালক সুযোগ পেলে ইউনুছকে দেখে নেবে বলে হুমকি দিয়ে যায়। এ ঘটনার জের হিসেবে পরিকল্পিতভাবে ইউনুছকে বাস চাপা দিয়ে হত্যা করা হয়েছে।
×