ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে আরও ৩ গ্যান্ট্রি ক্রেন

বাড়ছে কন্টেনার হ্যান্ডলিংয়ে গতিশীলতা

প্রকাশিত: ০৬:৩৮, ১৭ আগস্ট ২০১৮

বাড়ছে কন্টেনার হ্যান্ডলিংয়ে গতিশীলতা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে আরও ৩টি গ্যান্ট্রি ক্রেন। চীন থেকে আসা এই ক্রেনগুলো নিউমুরিং কন্টেনার টার্মিনালে (এনসিটি) যুক্ত হবে। এ নিয়ে বন্দরের অপারেশনাল কর্মকা-ে অত্যাধুনিক ক্রেনের সংখ্যা ৭টিতে উন্নীত হলো। এর ফলে বন্দরের কন্টেনার হ্যান্ডলিংয়ে গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ এবং আমদানি-রফতানির সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেম্বার (এ্যাডমিন এ্যান্ড প্লানিং) মোঃ জাফর আলম জানান, এমভি শিংজিন চ্যাং হেই ইয়াং জাহাজযোগে গত মঙ্গলবার গ্যান্ট্রি ক্রেনগুলো চট্টগ্রাম বন্দরে আসে। এগুলো এনসিটিতে সংযোজিত হবে। তবে সংস্থাপনের জন্য মাসখানেক সময় লাগবে। বন্দরের এ কর্মকর্তা বলেন, আগামী দুমাসের মধ্যে আরও ৩টি ক্রেন এসে পৌঁছবে। বন্দরের গতিশীলতা বৃদ্ধিতে সরকার গৃহীত পরিকল্পনা অনুযায়ী আরও অনেক যন্ত্রপাতি আনা হচ্ছে বলে তিনি জানান। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, আগে থেকে থাকা ৪টির সঙ্গে আরও ১০টি গ্যান্ট্রি ক্রেন যুক্ত করার পরিকল্পনা তিনটি ইতোমধ্যেই এসে গেছে। আরও ৩টি শীঘ্রই এসে যাচ্ছে। প্রায় সাড়ে ৩শ’ কোটি টাকায় এ ৬টি ক্রেন কেনা হচ্ছে। আগামী বছরের মধ্যেই বন্দরে গ্যান্ট্রি ক্রেনের সংখ্যা মোট ১৪টিতে উন্নীত হবে। বন্দরের অপারেশনাল কর্মকা-ে দক্ষতা ও গতিশীলতা বাড়াতে আমদানি-রফতানিকারকদের পক্ষ থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের দাবি দীর্ঘদিনের। বর্তমান বিশ্বে আধুনিক বন্দরে কী-গ্যান্ট্রি ক্রেন একটি অপরিহার্য ইক্যুইপমেন্ট। দেশের অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে আমদানি-রফতানি বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বন্দরের ওপর চাপও ক্রমেই বাড়ছে। পুরনো প্রযুক্তিতে কন্টেনার হ্যান্ডলিং করে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হচ্ছিল না।
×