ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাফ অনুর্ধ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ ৩-০ নেপাল

নেপালকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৩, ১৪ আগস্ট ২০১৮

 নেপালকে উড়িয়ে  গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জাহিদুল আলম জয় ॥ পাকিস্তানকে চৌদ্দ গোলে হারানোর পরই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। এরপর কোচ গোলাম রব্বানী ছোটনের দলের লক্ষ্য ছিল নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া। দাপটের সঙ্গেই সেই লক্ষ্য পূরণ করেছে মারিয়া, তহুরারা। সোমবার রাতে চলমান সাফ অনুর্ধ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলার কিশোরীরা। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে গোলগুলো করেন স্ট্রাইকার তহুরা খাতুন, অধিনায়ক মারিয়া মান্দা ও সাজেদা খাতুন। অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে বাংলার বাঘিনীরা। টানা দ্বিতীয়বার ফাইনালে খেলার লক্ষ্যে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভুটানের (‘এ’ গ্রুপের রানার্সআপ) বিরুদ্ধে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপের সেরা হয়েছে ভারত। এই গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে শেষ চারের টিকেট কেটেছে ভুটান। একইদিন প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত ও ‘বি’ গ্রুপের রানার্সআপ নেপাল। প্রত্যাশা মতোই প্রথমার্ধে দাপট দেখিয়ে খেলে বাংলাদেশের মেয়েরা। কিন্তু তহুরা, শামসুন্নাহারদের সব আক্রমণ নস্যাৎ হয়ে যাচ্ছিল নেপালের রক্ষণভাগে। এ অর্ধে বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ হাতছাড়া হয় বাংলার কিশোরীদের। প্রথম ৪৫ মিনিট যখন সমতাবস্থায় শেষ হতে যাচ্ছিল তখনই চোখ ধাঁধানো গোলে বাংলাদেশকে এগিয়ে নেন স্ট্রাইকার তহুরা খাতুন। ৪৫ মিনিট শেষে তখন ইনজুরি সময়ের খেলা চলছিল। বামপ্রান্তে কর্নার পায় বর্তমান চ্যাম্পিয়নরা। কর্নার কিক নেপালের রক্ষণভাগের এক খেলোয়াড় ফিরিয়ে দিলে বল পেয়ে যান বাংলাদেশে মনিকা চাকমা। তার করা অসাধারণ ক্রস থেকে ডি বক্সের মধ্যে দুর্দান্ত হেডে জাল কাঁপান তহুরা (১-০)। গত বছরও নেপালের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন তিনি। বাংলাদেশের শক্তিমত্তা জেনে নেপালী মেয়েরা রক্ষণাত্মক ফুটবল খেলে। প্রথমার্ধে মারিয়ার দল নয়বার গোলের চেষ্টা করে। এর মধ্যে পাঁচটি ছিল গোলমুখে। অন্যদিকে নেপাল একবার গোলচেষ্টা করলেও সেটা ছিল লক্ষ্যভ্রষ্ট। বিরতির পরও ছোটনের শিষ্যরা নেপালী দুর্গে বারবার হানা দিতে থাকে। যে কারণে প্রতিপক্ষ সেই অতি রক্ষণাত্মক কৌশল বেছে নেয়। কিন্তু অদম্য বাংলাদেশের মেয়েদের ঝাঁঝালো আক্রমণে প্রতিরোধের দেয়াল ভেঙ্গে যায় নেপালের। ম্যাচের ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোল পায় চ্যাম্পিয়নরা। সংঘবদ্ধ আক্রমণ থেকে গোলটি করেন বাংলদেশ মারিয়া মান্দা (২-০)। ৬৭ মিনিটে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে নেন সাজেদা খাতুন। এই গোলটিও মেয়েরা পায় দারুণ বোঝাপড়ার মাধ্যমে। ম্যাচ শেষে মেয়েদের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। নেপালের অতি রক্ষণাত্মক কৌশলের মধ্যেও এই জয়কে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি। তবে বাংলাদেশের লক্ষ্য এখন সেমিফাইনাল। ফেবারিট হলেও স্বাগতিক ভুটানের বিরুদ্ধে কঠিন পরীক্ষা দিতে হবে আঁখি, মারিয়াদের। কেননা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারতের বিরুদ্ধে ভুটান বেশ ভাল ফুটবল খেলে মাত্র এক গোলে হেরেছে। এ কারণে স্বাগতিকদের বিরুদ্ধে সেমির লড়াইয়ে বাংলাদেশকে সতর্ক থেকেই খেলতে হবে। বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল সোমবার ভুটানের চাংলিমিথাং ফুটবল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপের খেলায় নেপালকে ৩-০ গোলে হারিয়ে ‘গ্রুপ-বি’ চ্যাম্পিয়ন হয়। খবর বাসসর। সোমবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের নেপালের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন জানান। বাংলাদেশ আগামী ১৬ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ভারত ও নেপালের মধ্যে। এর আগে গত ৯ আগস্ট প্রথম ম্যাচের দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দেয়।
×