ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

আট জেলায় নিহত ১০

প্রকাশিত: ০৪:৫৯, ১৪ আগস্ট ২০১৮

 আট জেলায় নিহত ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় নাটোরে শিশুসহ তিন, পিরোজপুরে যুবক, নারায়ণগঞ্জে ট্রাকচালক, কুড়িগ্রামে বৃদ্ধ, দিনাজপুরে শ্রমিক, নওগাঁয় ট্রাক্টর চালক, ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রী ও ফরিদপুরে বৃদ্ধ নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। . নাটোর গুরুদাসপুর উপজেলার পৃথক দুটি স্থানে অটোরিক্সা চাপায় সুন্নাতি (৩) নামে শিশু ও বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আজাদ আলী (৪৭) নামে এক বাসচালক নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাসমারি এলাকায় বাস-কাভার্ডভ্যানের এই দুর্ঘটনাটি ঘটে। অন্যদিকে সকাল ১০টার দিকে পাটপাড়া গ্রামে অটোরিক্সা চাপায় একই গ্রামের জাহাঙ্গীরের মেয়ে সুন্নাতির মৃত্যু হয়। নিহত বাসচালক আজাদ আলী কুষ্টিয়া সদর থানার কুমারগাড়া গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানান, উপজেলার হাসমারি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালকসহ ১১ যাত্রী আহত হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। বাসচালককে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, উপজেলার দক্ষিণ নারীবাড়ি গ্রামে অটোরিক্সা চাপায় সুন্নাতি নামে এক শিশু নিহত হয়েছে। সকাল ১১টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়েছিল সুন্নাতি। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিক্সার চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ পেট্রোলপাম্প এলাকায় দুপুরে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। . নারায়ণগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে মনির হোসেন (৩৫) নামে ট্রাকের চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৪টায় পিডিকে পাম্পের সামনে। নিহত মনির হোসেন কুমিল্লার চৌদ্দগ্রামের মানিকপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। জানা গেছে, সোমবার ভোর ৪টায় গরুবোঝাই করে একটি ট্রাক কুষ্টিয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি সিদ্ধিরগঞ্জে পৌঁছে সানারপাড় হয়ে উল্টো পথে যাওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ট্রাকচালক মনির হোসেন নিহত হয়। . কুড়িগ্রাম ফুলবাড়ীতে ট্রলির ধাক্কায় পুকুরে পড়ে বাংটু মামুদ (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার চন্দ্রখানা রাসমেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারীর মিস্ত্রীটারী গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বাংটু মামুদ সকালে ব্যক্তিগত কাজে বাইসাইকেলে খড়িবাড়ী হাট যাওয়ার সময় শ্যালোমেশিন চালিত একটি ট্রলি পেছন দিক থেকে বাংটু মামুদকে ধাক্কা দেয়। . দিনাজপুর বিরল উপজেলায় ট্রাক্টরচাপায় রূপালী বাংলা জুট মিলের এক শ্রমিক নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের ুউদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হুসনা এলাকায় জুট মিলের সামনে বালুবোঝাই ট্রাক্টরের চাপায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাক্টরসহ চালক ও হেলপারকে আটক করেছে এলাকাবাসী। নিহত আফছার আলী (৪৫) বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের শওকত আলীর ছেলে। . নওগাঁ সোমবার বেলা ১১টায় নওগাঁর রানীনগরে সড়ক দুর্ঘটনায় আখতার হোসেন (৫৫) নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছে। চালক আখতার হোসেন ট্রাক্টরটি সহকর্মীকে চালাতে দিয়ে তার পাশে বসে উপজেলার কুবরাতলি বাজার থেকে বান্দাইখাড়া এলাকায় মালমাল বহন করতে যাচ্ছিলেন। . পিরোজপুর মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের মানিকখালী বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় বেল্লাল হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত বেল্লাল হোসেন উপজেলার মধ্য সোনাখালী গ্রামের ইউনুচ ফরাজীর ছেলে। . ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরায় ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক অটোযাত্রীর মৃত্যু হয়েছে। তবে নিহত ওই যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি। সোমবার দুপুরে ঘাটুরা মেডিক্যাল কলেজের অদূরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অটোতে থাকা অপর এক যাত্রীও আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। . ফরিদপুর মোটরসাইকেল চাপা পড়ে নিহত হয়েছেন পথচারী পরান শেখ (৬৫) নামে এক বৃদ্ধ। রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকায় মান্দারতলা খালের উপর সেতুর নিকট এ ঘটনা ঘটে।
×