ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোহেল আহমেদ খানের ‘তন্দ্রামনি’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

প্রকাশিত: ০৪:৪২, ১৩ আগস্ট ২০১৮

সোহেল আহমেদ খানের ‘তন্দ্রামনি’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

স্টাফ রিপোর্টার ॥ ঘাসফুল প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তিশিল্পী সোহেল আহমেদ খানের প্রথম কাব্যগ্রন্থ ‘তন্দ্রামনি’। রাজধানীর এলিফ্যান্ট রোডের কাটাবন মোড়ের দীপনপুরের দীপনতলা মিলনায়তনে শুক্রবার এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবীমূলক সংগঠন উন্নয়ন ধারা। ঢাকা মৌলিক নাট্যদলের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘তন্দ্রামনি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালের সাবেক শিক্ষক, অধ্যাপক ফরিদা মজিদ। উন্নয়ন ধারার প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য মোখলেসুর রহমান সাগর, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও কবি মীর্জা সাখাওয়াৎ হোসেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শাহজাহান আলী। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন দাশুড়িয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও কেন্দ্রীয় খেলাঘর আসরের নির্বাহী সদস্য মোঃ হাসানুজ্জামান। আলোচনায় অংশ নেন, ঘাসফুল প্রকাশনের প্রকাশক মাহদি আনাম, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক কবি গৌরঙ্গ রায়, ক্যাপ্টেন সম্পাদক ও কবি রাশেদ রেহমান, ঢাকা মৌলিক নাট্যদলের সভাপতি ও উন্নয়ন ধারার মহাসচিব সাজু আহমেদ, উন্নয়ন ধারার ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, যুগ্ম সম্পাদক কবি ফাতেমা খাতুন রুনা। অনুষ্ঠান উপস্থাপনা করেন উন্নয়ন ধারার সাংগঠনিক সম্পাদক এবং নিউজ ১৯৭১ ডট কমের যুগ্ম বার্তা সম্পাদক, গল্পকার ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন ধারার প্রেসিডিয়াম সদস্য আলাউদ্দিন আহমেদ, বঙ্গভূমি সাহিত্য পর্ষদের সাধারণ সম্পাদক মিজান হাওলাদার, উন্নয়ন ধারার শিক্ষাবিষয়ক সম্পাদক মোঃ শামীম, নাট্য সম্পাদক শাওন আহমেদ, সদস্য আব্দুর রাশেদ, তুষার খান। অনুষ্ঠানে আবৃৃত্তি করেন কবি রুনা খান, ফয়সাল আহমেদ, সোহেল আহমেদ খানসহ আরও অনেকে।
×