ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ার লুম্বোক দ্বীপে আবার ভূমিকম্প

প্রকাশিত: ০৬:২৬, ১০ আগস্ট ২০১৮

ইন্দোনেশিয়ার লুম্বোক দ্বীপে আবার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার লুম্বোক দ্বীপে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবারের ভূমিকম্পের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আজ পুনরায় দুর্যোগ আঘাত হানলো দ্বীপটির ওপর। এতে ইতোমধ্যেই ধ্বংসস্তুপে পরিণত হওয়া দ্বীপটির ক্ষতিগ্রস্ত ভবনগুলো আরও ধসে পড়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এবারের ভূমিকম্পের মাত্রা ৫.৯। এটি পূর্বের ভূমিকম্পের তুলনায় কম শক্তিশালী। ওয়েবসাইট। দেশটির ভূ-তাত্ত্বিক সংস্থা বলেছে, ভূ-পৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে ভূ-কম্পনের উৎপত্তি হয়। ভূ-কম্পনের মাত্রা তত বিপজ্জনক না। এতে সুনামি হওয়ার সম্ভাবনা কম। কয়েক সপ্তাহের মধ্যে লম্বোক দ্বীপে আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে এটি তৃতীয়। এর আগে গত রবিবার সেখানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় দেড় শ’ মানুষ নিহত হয়। আহত হয় আরও ২ শতাধিক মানুষ। ভূমিকম্পের কারণে গৃহহারা হয় ৭৫ হাজারেরও বেশি মানুষ। বর্তমানে তারা অস্থায়ীভাবে নির্মিত আশ্রয়কেন্দ্রে রয়েছে। ভারতের বিপিসিএলের প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ ভারতের মুম্বাইয়ের চেম্বুরে বিপিসিএলের পেট্রোলিয়াম প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের পর পরই প্ল্যান্টে আগুন লেগে যায়। বুধবার বিকেলে বিকট শব্দে কেঁপে ওঠে প্ল্যান্ট। তারপরই দাউ দাউ করে আগুন ধরে যায়। সেই সঙ্গে কালো ধোঁয়া ঢেকে যায় এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দু’তিন কিলোমিটার দূর থেকে এর শব্দ শোনা গিয়েছে। বেশ কয়েকটি গাড়ির কাচ ভেঙ্গে যায় বিস্ফোরণের ফলে। ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন। এই ঘটনায় ৪-৫ জন আহত হয়েছেন। আনন্দবাজার পত্রিকা।
×