ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা রোধে গতি পরিমাপক যন্ত্র না বসানোয় সচিবসহ তিন জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

প্রকাশিত: ০৫:৫৮, ৮ আগস্ট ২০১৮

সড়ক দুর্ঘটনা রোধে গতি পরিমাপক যন্ত্র না বসানোয় সচিবসহ তিন জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ আদালতের রায় অনুযায়ী সড়ক দুর্ঘটনা রোধে গতি পরিমাপক যন্ত্র না বসানোয় স্বরাষ্ট্র সচিবসহ তিন জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। অন্যদিকে চট্টগ্রাম প্রেসক্লাবের আর্থিক অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ অধিদফতরের মহাপরিচালক, চট্টগ্রামের উপ-পরিচালক, জেলা সমাজকল্যাণ কর্মকর্তাসহ চট্টগ্রাম প্রেসক্লাবের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। আদালতের রায় অনুযায়ী সড়ক দুর্ঘটনা রোধে গতি পরিমাপক যন্ত্র না বসানোয় স্বরাষ্ট্র সচিবসহ তিন জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রায়ের নির্দেশনা বাস্তবায়ন না করায় স্বরাষ্ট্র সচিব, পুলিশ প্রধান ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়াম্যানের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে ২০০৮ সালে হাইকোর্টের দেয়া রায়ের নির্দেশনাবলী বাস্তবায়ন না করায় গত ১১ জুলাই আইনী নোটিস পাঠান নাছির উদ্দিন বাচ্চু নামে এক ব্যক্তি। এই নোটিসের জবাব না পাওয়ায় আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের রিট দায়ের করেন তিনি। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুস্তাকিম। রাষ্ট্রপক্ষে ছিলেন আল আমিন সরকার। চট্টগ্রাম প্রেসক্লাবের অনিয়ম নিয়ে রুল ॥ চট্টগ্রাম প্রেসক্লাবের আর্থিক অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ অধিদফতরের মহাপরিচালক, চট্টগ্রামের উপ-পরিচালক, জেলা সমাজকল্যাণ কর্মকর্তাসহ চট্টগ্রাম প্রেসক্লাবের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোঃ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করে।
×