ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইবিতে ছাত্রলীগকে কটূক্তি ॥ ছাত্রী বহিষ্কার

প্রকাশিত: ০৬:৫৪, ৭ আগস্ট ২০১৮

ইবিতে ছাত্রলীগকে কটূক্তি ॥ ছাত্রী বহিষ্কার

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ফেসবুকে ছাত্রলীগকে কটূক্তি করে স্ট্যাটাস দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীর নাম মৌসুমী আক্তার মৌ। সে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্রী। জানা যায়, রবিবার রাত সাড়ে ১১ টার দিকে ওই ছাত্রী তার ফেসবুক ওয়ালে ছাত্রলীগকে নিয়ে বাজে মন্তব্য করে। সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ওই ছাত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি আমলে নিয়ে মৌকে সাময়িক বহিষ্কার করে এবং বিষয়টি খতিয়ে দেখতে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটির অন্য সদস্যরা হলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া এবং সহকারী প্রক্টর আঃ রহিম। এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বাদী হয়ে ওই ছাত্রীর বিরুদ্ধে ইবি থানায় আইসিটি আইনে মামলা দায়ের করেছেন।
×