ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কথোপকথন ॥ মাইম চর্চায় ভাটা পড়েছে ॥ নিথর মাহবুব

প্রকাশিত: ০৭:৪২, ৫ আগস্ট ২০১৮

কথোপকথন ॥ মাইম চর্চায় ভাটা পড়েছে ॥ নিথর মাহবুব

বাংলাদেশের তরুণ মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব। বিগত এক দশকেরও বেশি সময় ধরে মঞ্চে নিয়মিত মূকাভিনয় চর্চা করে আসছেন। এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে মূকাভিনয়ের পাশাপাশি নাটক ও টেলিফিল্মেও অভিনয় করে থাকেন। মূকাভিনয় চর্চার অন্যতম সংগঠন মাইম আর্টের প্রতিষ্ঠাতা তিনি। সর্বশেষ ২০১৭ সালের ১ জানুয়ারি তিনি মাইম আর্টের আয়োজনে মূকাভিনয় করতে মঞ্চে উঠেছিলেন। ১৯ মাস পরে আগামী ৭ আগস্ট আবার তিনি একক মূকাভিনয় করতে মঞ্চে উঠবেন। সমসাময়িক মূকাভিনয় চর্চা এবং অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়। বেশ দীর্ঘ বিরতির পর মঞ্চে কাজ করতে যাচ্ছেন, কেন এই বিরতি? নিথর মাহবুব : প্রথম কথা হলো যে তারিখে হল চাই, সেই তারিখে হল বরাদ্দ পাই না। চাহিদমতো সময়ে হল না পেলে চারদিকের ঝামেলা সামলে মঞ্চে অভিনয় করাটা এখন কঠিন হয়ে যায়। তাছাড়া মঞ্চে কাজ না করতে করতে শারীরিকভাবেও আনফিট হয়ে যাই। ১০ কেজি ওজন বেড়ে যাওয়ায় পায়ের ব্যথায় ভুগছিলাম। ব্যায়াম এবং খাবার নিয়ন্ত্রণ করে শরীরের ওজন অনেকটাই কমিয়েছি। তবে গত ১৯ মাস শো না করলেও আমার দল মাইম আর্টের প্রদর্শনী থেমে থাকেনি। নিয়মিত দলের মহড়া কর্মশালা প্রদর্শনীর সবই চলেছে, শুধু আমি মঞ্চে উঠিনি। এবারের আয়োজনে কি কি থাকছে? নিথর মাহবুব : নিয়মিত যে খ- মূকাভিনয়গুলো করে থাকি সেগুলোই করব, সঙ্গে নতুন একটা আইটেম যুক্ত করার পরিকল্পনা আছে। দুরন্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘টিরিগিরি টক্কা’ নাটকে আমার অভিনীত আলোচিত চরিত্র বজলু চোর নিয়ে একটি খ- মূকাভিনয় করার পরিকল্পনা আছে। আর আমারে দলের কর্মীদের পরিবেশনায় ‘যেমন কর্ম তেমন ফল’ প্রযোজনা থেকে কয়েকটি পর্ব থাকবে। দেশে মূকাভিনয় চর্চার বর্তমান অবস্থা নিয়ে আপনার মতামত? নিথর মাহবুব : আমাদের দেশে কেউ একটা কিছু করে সফল হলে; পারুক আর না পারুক গণহারে সবাই সেইদিকে ঝুঁকে পরে। এখন তাই হচ্ছে। কে কত আগে থেকে মূকাভিনয় করছে, কে শ্রেষ্ঠ, কার মূকাভিনয় হয় কারটা হয় না, কে বিদেশে আমন্ত্রণ পাচ্ছে, কে আন্তর্জাতিক মূকাভিনয় শিল্পী, কে সবচেয়ে বেশি শো করছে ইত্যাদি নানা রকমের মিথ্যাচার আর ইতিহাস বিকৃতি কাদা ছোড়াছুড়ি চলছে। অথচ বছর দশেক আগেও দেশে এই শিল্পটির করুণ অবস্থা ছিল, তখন কিন্তু এদের কারও দেখা মিলেনি। এখন শুনছি মাইমের সংগঠনগুলো নিয়ে মাইম ফেডারেশন এবং মাইম এ্যাসোসিয়েশন হয়েছে। মাইম তো থিয়েটারেরই অংশ, গ্রুপ থিয়েটার ফেডারেশন থাকতে মাইমের জন্য আলাদা তাও আবার দুটি সংগঠন তৈরি করা কতটা প্রয়োজন আছে আমি বুঝি না। এই দলাদলির ফলে প্রকৃত চর্চাটা হচ্ছে না। যে গতিতে মাইম চর্চার উত্থান শুরু হয়েছিল কিছু স্বার্থান্বেসী মানুষের কারণে তাতে ভাটা পরেছে। মিডিয়াও বিষয়গুলো ভালভাবে অনুধাবন না করে তাদের খবরাখবর ভালই প্রকাশ করছে। মঞ্চনাটক নির্দেশনার কথা শোনা যাচ্ছে? নিথর মাহবুব : অনেকদিন ধরেই মাইম আর্টে ‘ডিগবাজি’ নামের একটি মঞ্চনাটক নিয়ে কাজ করছি। রাজনৈতিক প্রেক্ষাপটনিয়ে ‘ডিগবাজ’ নামের এই নাটকটি আমারই লেখা। মঞ্চে এখন অভিনয়ের চেয়ে লেখালেখি এবং নির্দেশনার কাজটাই বেশি করতে চাই। গত বছরের প্রথম দিন ‘গুরু-শিষ্যের মূকাভিনয়’ শিরোনামের প্রদর্শনী দিয়ে নীরবে মূকাভিনয় থেকে বিরতি নেই। বিষয়টি গোপন রেখেছিলাম। কিন্তু মঞ্চের অভিনয়ে দীর্ঘ অনুপস্থিতি নাট্যাঙ্গনে আমার শুভাকাক্সিক্ষদের উৎসাহে শুরু করতে বাধ্য হলাম। টিভি ও মঞ্চে বর্তমানে কি কি কাজ করছেন? নিথর মাহবুব : সামনে অনেক কাজ। আগামী মাসে একটা কাজের জন্য টানা এক মাস শূটিং থাকবে, পরের মাসে একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করব। কাজগুলোতে যুক্ত না হয়ে বিস্তারিত এখন প্রকাশ করছি না। এ ছাড়াও চলতি মাসেই একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার কথা আছে। ছয় মাসের এই প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন কলেজে মূকাভিনয় শোয়ের মাধ্যমে আমরা আগ্রহীদের ধর্মীয় সহিংসতা বিষয়ে সচেতন করব। আর আমার দল মাইম আর্টে নতুন নাটক নিয়ে নিয়মিত কাজ তো চলছেই। -সাজু আহমেদ
×