ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনের লেনদেন বন্ধ আজ

প্রকাশিত: ০৬:৩৪, ৫ আগস্ট ২০১৮

গ্রামীণফোনের লেনদেন বন্ধ আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ রেকর্ড ডেটের কারণে আজ রবিবার গ্রামীণফোন লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, শেয়ার হোল্ডারদের জন্য ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ। ৩০ জুন সমাপ্ত প্রথমার্ধের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এদিকে দ্বিতীয় (এপ্রিল-জুন) প্রান্তিকে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা, যা আগের বছর একই সময় ছিল ৫ টাকা ৮৭ পয়সা। হিসাব বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ টাকা ৭৪ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ১০ টাকা ৭২ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ৭৩ পয়সা। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে গ্রামীণফোন। সে বছর শেয়ারহোল্ডারদের ১০৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশও দেয় বহুজাতিক কোম্পানিটি। ২০১৭ সালে তাদের ইপিএস হয় ২০ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৬ টাকা ৬৮ পয়সা। ডিএসইতে বৃহস্পতিবার গ্রামীণফোন শেয়ারের সর্বশেষ দর ১ দশমিক ৩৩ শতাংশ বা ৫ টাকা ২০ পয়সা কমে দাঁড়ায় ৩৮৭ টাকা ২০ পয়সায়। দিনভর দর ৩৮৭ টাকা ২০ পয়সা থেকে ৩৯৩ টাকার মধ্যে ওঠানামা করে।
×