ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে ৬৪ শতাংশ কোম্পানির দর বেড়েছে

প্রকাশিত: ০৬:৩৮, ৩ আগস্ট ২০১৮

পুুঁজিবাজারে ৬৪ শতাংশ কোম্পানির দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাক্সিক্ষত সূচক ও লেনদেন বাড়তে শুরু করেছে। এই নিয়ে টানা তৃতীয় দিনের মতো পুঁজিবাজারে বড় ধরনের সূচকের উত্থান দেখা গেছে। বুধবার ব্যাংক ও আর্থিক খাতের ওপর ভর করে সূচকের পালে হাওয়া লাগলেও বৃহস্পতিবারে এই দুটি খাতের সঙ্গে বস্ত্র এবং বীমা খাতের কোম্পানিগুলোর দর বেড়েছে। মূলত ব্যক্তি শ্রেণী ও প্রাতিষ্ঠানিক সব ধরনের বিনিয়োগকারীদের অংশগ্রহণেরও কারণেই সূচকের এই উর্ধগতি। দিনটিতে প্রধান বাজারে ৬৪ শতাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে। শুধু তাই নয় সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে ৫ শতাংশের বেশি দর বেড়েছে মোট ৫২টি কোম্পানি। এই দিনে জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর দর হারিয়েছে বেশি। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৭৬৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৩ কোটি ৩৮ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে ৭৪০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১৫টির, কমেছে ৯৮টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের মাঝারি উত্থান দিয়ে শুরু হলেও ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৯৯ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার, বিবিএস কেবল, সায়হাম টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, ফরচুন সুজ, লিগ্যাসি ফুটওয়্যার, লঙ্কাবাংলা ফাইনান্স, ফার কেমিক্যাল, কেডিএস এক্সেসরিজ ও সিমটেক্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল হাউজিং, আইপিডিসি, ফার কেমিক্যাল, সিমটেক্স, প্রভাতী ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার, ইনটেক ও সায়হাম টেক্সটাইল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আইসিবি ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, এনএলআই মিউচুয়াল ফান্ড, ইন্ট্রাকো রিফুয়েলিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিডি ল্যাম্পস, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং, কেডিএস এক্সেসরিজ ও পুপলার লাইফ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬১১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ড্রাগন সোয়েটার, ফরচুন সুজ, লঙ্কাবাংলা ফাইন্যান্স, হামিদ ফেব্রিক্স, ফার কেমিক্যাল, বিবিএস কেবল, জেনারেশন নেক্সট ফ্যাশন, ফু-ওয়াং ফুড, নুরানী ডাইং ও বেক্সিমকো।
×