ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাসচাপায় শিক্ষার্থী নিহত

দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ বিক্ষোভ

প্রকাশিত: ০৬:১২, ২ আগস্ট ২০১৮

দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে এবং নিরাপদ সড়ক দাবিতে দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। গাজীপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, বরিশাল ও টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ দিকে নিরাপদ সড়ক দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার এসব কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদতাদের। জানা গেছে, বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে এবার গাজীপুরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বুধবার কয়েক দফা মহাসড়ক-সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, চান্দনা চৌরাস্তা মোড়ে আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বুধবার সকালে মিছিল নিয়ে চৌরঙ্গী মোড়ে জড়ো হতে থাকে। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে সহ¯্রাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ ও ঢাকা-জয়দেবপুর সড়কের ওপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এতে ওই মহাসড়ক ও সড়কগুলোতে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর দেড়টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। এ ঘটনার পর বিকেলে আবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই এলাকায় মহাসড়ক-সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ছাড়াও কোনাবাড়ি ও টঙ্গী এলাকাসহ বিভিন্ন এলাকায় মহাসড়ক-সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। এতে দীর্ঘসময় আটকে থাকা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ছাড়াও ৯ দফা দাবিতে নৌমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি নৌ-মন্ত্রীকে শুধু ক্ষমা চাইলেই হবে না। তাকে নৌ মন্ত্রণালয়সহ সড়ক পরিবহনের নেতৃত্ব ছাড়তে হবে। এ দিকে একই দাবিতে একইদিন দুপুরে ও বিকেলে জেলা শহর জয়দেবপুরে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কয়েকদফা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রাম অফিস ॥ নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকালে তারা নগরীর কাজির দেউড়িসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে ঢাকায় শিক্ষার্থী হত্যাকারী পরিবহন শ্রমিক ও মালিকের বিচারের পাশাপাশি পরিবহন সেক্টরে নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। শাহজাদপুর (সিরাজগঞ্জ) ॥ শাহজাদপুরে পুলিশী বাধা উপেক্ষা করে ঢাকা সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীরা। ময়মনসিংহ ॥ নিরাপদ সড়কের দাবিতে বুধবার নগরীর টাউন হল মোড়ে ময়মনসিংহ টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে নগরীর টাউন হল মোড়ে অবরোধ শেষে বিক্ষোভ মিছিলসহ গাঙিনাপাড়, স্টেশন রোড ও পাটগুদাম ব্রিজ মোড় পর্যন্ত অন্তত ১০/১২টি যানবাহনে হামলা চালিয়ে ভাংচুর করে। টঙ্গী ॥ ঢাকায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বুধবার টঙ্গীর কলেজ গেটের সামনে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। জাবি ॥ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে। বেলা সাড়ে ১১টায় বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের (ডেইরি গেট) সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এই মানববন্ধন হয়। বরিশাল ॥ ঢাকার বিমান বন্দর সড়কে বাস চাঁপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর চৌমাথা এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ ॥ বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত ও শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় সড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
×