ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিরল রোগে আক্রান্ত নওগাঁর শিশু নুসরাত

প্রকাশিত: ০৬:৩৩, ১ আগস্ট ২০১৮

বিরল রোগে আক্রান্ত নওগাঁর শিশু নুসরাত

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ বিরল রোগে আক্রান্ত নওগাঁর ধামইরহাটের প্রতিবন্ধী শিশু নুসরাত জাহান। তার বয়স মাত্র ১ বছর। জন্মের পর থেকেই নুসরাতের মাথা স্বাভাবিকের চেয়ে বড়। বর্তমানে তার মাথা দিন দিন বিরল আকার ধারণ করছে। অর্থের অভাবে চিকিৎসা না করাতে পারাই যেন আরও মহাবিপদে পড়েছেন ছোট্ট শিশু নুসরাত জাহান ও তার পিতা-মাতা। কেঁদে কেঁদে এসব কথাই বলেন ভুক্তভোগী নুসরাতের মা রুবি আকতার। অস্বাভাবিক মাথার এই শিশু জন্ম দেয়ায় শ্বশুরবাড়িতেও তার যেন ঠাঁই মেলা ভার। জানা গেছে, উপজেলা মঙ্গলীয় গ্রামের আহম্মদ আলীর মেয়ে রুবি আকতার পার্শ্ববর্তী পতœীতলা গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে এরশাদের সঙ্গে বিয়ে হয়। ১ম সন্তান রেশমা (৯) প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ২য় সন্তান নুসরাত জাহান ২০১৭ সালে জন্মগ্রহণ করলে তার মাথা অস্বাভাবিক দেখে শ্বশুরবাড়ির লোকজন দুর্ব্যবহার করতে থাকে। একপর্যায়ে সন্তান ও স্ত্রীর কথা ভেবে পিতা-মাতার বকা-ঝকা থেকে বাঁচতে রুবির স্বামী এরশাদ হোসেন শ্বশুরবাড়িতে দিন মজুরের কাজ করে দিনাতিপাত করছেন। সোমবার ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে নুসরাত। ডাক্তার আবু রাইহান আলবেরুনি জানান, শিশুটি হাইড্রোকেফোলার এ আক্রান্ত হতে পারে তবে তাকে ঢাকার নিউরোসায়েন্স ইনস্টিটিউট এ যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা ঘটনা শুনে শিশু মেয়েটিকে দ্রুত প্রতিবন্ধী জরিপের আওতায় আনাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
×