ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে ॥ অর্থ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৬, ১ আগস্ট ২০১৮

রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে ॥ অর্থ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফেরত যেতে হবে। এজন্য জনমত সৃষ্টিসহ লজিস্টিক সহায়তা দিতে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সঙ্কট আমাদের সৃষ্টি নয়, আমরা আশ্রয় দিয়েছি। এখন জাতিসংঘসহ সবার সহায়তায় তাদের ফেরত পাঠাতে হবে। রোহিঙ্গাদের ফেরত যাওয়ার পরিবেশ সৃষ্টির বিষয়টি রাজনৈতিক। কিন্তু আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হিসেবে এডিবি এক্ষেত্রে জনমত তৈরি করতে পারে। তাছাড়া রোহিঙ্গাদের ঘরবাড়ি তৈরি, রাস্তাঘাট তৈরিসহ বিভিন্নভাবে লজিস্টিক সহায়তাও দিতে পারে। মঙ্গলবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমএ মান্নান এসব কথা বলেন। ‘রিজিওনাল ক্যাপাসিটি বিল্ডিং ফর সাকসেসফুল ডিজাইন এ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক তিনদিনের এ কর্মশালার আয়োজন করেছে এডিবি। এতে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কার মোট ৭০ জন প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম, এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এবং এডিবির পোর্টফলিও বিভাগের পরিচালক রিহান কাওসার।
×