ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগর থেকে ৪ জেলের মরদেহ ও ৩ জন জীবিত উদ্ধার

প্রকাশিত: ০৭:৫৭, ৩০ জুলাই ২০১৮

 বঙ্গোপসাগর থেকে ৪ জেলের মরদেহ ও ৩ জন জীবিত উদ্ধার

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুা, ৩০ জুলাই ॥ শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত বঙ্গোপসাগর থেকে চার জেলেকে মৃত ও তিন জেলেকে জীবিত উদ্ধার করেছে মালিক সমিতির পক্ষ থেকে অনুসন্ধানী ৩ ট্রলারের সদস্যরা। মরদেহগুলো বিকৃত হওয়ায় সুন্দরবন সংলগ্ন আলোরকোল, মান্দারবাড়িয়া ও দুবলার চর এলাকায় জানাজা শেষে দাফন করা হয় এবং জীবিত উদ্ধার হওয়া জেলেদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাগরে উদ্ধার কাজ শেষে ফিরে আসা জেলে মোঃ বাদশা মিয়া, মোঃ মতিয়ার রহমান ও মোঃ হারুনার রশীদের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার গভীর সমুদ্রে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে ইলিশ মাছ ধরা ট্রলারসহ অনেক জেলে ডুবে যায়। গত সোমবার ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে ডুবে যাওয়া জেলেদের অনুসন্ধানের জন্য তিনটি ট্রলার সাগরে পাঠানো হয়। পাঁচদিন পর শনিবার সন্ধ্যার দিকে এফবি শাহজালাল ট্রলারের জেলেরা পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের তোতা মিয়া, এফবি ভাই ভাই ট্রলারের বরগুনার গুলিশাখালী গ্রামের মোঃ লিটন ও স্বপনকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করা হয়। পরে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে পৃথক তিন জায়গায় থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহগুলো বিকৃত হওয়ায় সুন্দরবন সংলগ্ন আলোরকোল, মান্দারবাড়িয়া ও দুবলার চর এলাকায় জানাজা শেষে দাফন করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত মরদেহগুলো ডুবে যাওয়া ট্রলারের জেলে হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ বিকৃত হওয়ায় নাম-পরিচয় জানা যায়নি।
×