ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রাজশাহী, মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা ও শীর্ষ সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৫:২৮, ৩০ জুলাই ২০১৮

 রাজশাহী, মুন্সীগঞ্জে  বন্দুকযুদ্ধে মাদক  বিক্রেতা ও শীর্ষ সন্ত্রাসী নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ও মুন্সীগঞ্জ ॥ রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মুকুল নামের এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। শনিবার রাতে নগরীর কাশিয়াডাংগা থানার নবগঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। মুকুল জেলার পবার কাঁঠালবাড়িয়া এলাকার বদর উদ্দিন শেখের ছেলে। র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবগঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে র‌্যাব। এ সময় মাদক বিক্রেতারা টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক মাদক বিক্রেতার মৃত্যু হয়। পরে জানা যায়, তার বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় মাদক, চোরাচালানসহ ৭টি মামলা রয়েছে। সে রাজশাহীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মেজর আশরাফুল ইসলাম জানান, রাতে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, ৫৮ বোতল ফেনসিডিল ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে সোহরাব হোসেন নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। সে শ্রীনগরের রাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের ইউনুচ বেপারীর ছেলে। গোলাগুলির সময় র‌্যাব-১১ এর দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, গুলি, ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, পুলিশ এ্যাসল্ট অপহরণসহ মোট ১৩টি মামলা রয়েছে। র‌্যাব-১১ ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মহিতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, র‌্যাবের কাছে তথ্য ছিল রবিবার ভোর রাতে একটি বড় ধরনের মাদক পাচার হবে শ্রীনগরের ছত্রভোগ এলাকা দিয়ে। খবর পেয়ে রবিবার ভোর রাত সাড়ে চারটার দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালাতে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা র‌্যাবের ওপর গুলি বর্ষণ শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে তিন চারজন পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে র‌্যারে এএসআই রেজাউল ইসলাম ও সিপাহী মোঃ কামরুজ্জামার আহত হয়। তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। গোলাগুলির পরে সেখানে একটি লাশ পরে থাকতে দেখি। খোঁজ নিয়ে জানতে পারি এটি শ্রীনগরের শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহরাব হোসেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, পুলিশ এ্যাসল্ট অপহরণসহ মোট ১৩টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে র‌্যাব ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ডগুলি, ৬শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫ শত টাকা উদ্ধার করেছে।
×