ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ট্রেন চালুর দাবিতে ফরিদপুরে রোড মার্চ

প্রকাশিত: ০৪:৪৮, ২৮ জুলাই ২০১৮

 ট্রেন চালুর দাবিতে ফরিদপুরে রোড মার্চ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৭ জুলাই ॥ অম্বিকাপুর রেল স্টেশন চালু, ফরিদপুর-রাজবাড়ী ২৪ ঘণ্টায় তিনটি ট্রেন ও ভাঙ্গা-ফরিদপুর দ্রুত রেল চালুর দাবিতে শুক্রবার ভাঙ্গা থেকে ফরিদপুর শহর পর্যন্ত রোডমার্চ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড থেকে ফরিদপুর শহরের থানারোড এলাকা পর্যন্ত ৩২ কিলোমিটার পথের এ রোডমার্চে সিপিবির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকশ নেতাকর্মী অংশ নেয়। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা বাজার এলাকা থেকে এ বোডমার্চ শুরু হয়। এ রোর্ড মার্চ উদ্বোধন করেন সিপিবির সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল্লাহ কাফি রতন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা সিপিবির সভাপতি আতাউর রশিদ।
×