ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:১৯, ২৭ জুলাই ২০১৮

 উবাচ

ভীতি এখন প্রীতি! স্টাফ রিপোর্টার॥ গত কয়েকমাসে বিএনপি দারুণভাবে ভারতের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। প্রতিবেশী দেশটির প্রতি এক ধরনের নেতিবাচক মনভাব নিয়ে রাজনীতি করে দলটি। কিন্তু নির্বাচনের ঠিক আগে আগে দলটি ভারতের প্রতি গভীর ভালবাসা দেখানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে। তখন ভুলে যায় ১০ ট্রাক অস্ত্র আমদানি করে তারাই ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে তুলে দিতে চেয়েছিল। কিন্তু ভারত কী বিএনপির এই ভূমিকা ভুলে যেতে পারে! বিএনপির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সব সময় ‘ভারতভীতিতে’ ভুগলেও নির্বাচন এলে তাদের ‘ভারতপ্রীত’ বেড়ে যায়। দলটির নেতারা এখন ঘন ঘন নয়াদিল্লী সফর করছেন কেন এমন প্রশ্নও তুলেছেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের রাজনীতিতে ভারত কাউকে ক্ষমতায় বসাবে এটা আমরা বিশ্বাস করি না। এজন্য আমরা তোষামোদিও করি না। বিএনপির রাজনীতি ‘ছদ্মবেশী বিদ্বেষপ্রসূত’ দাবি করে কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে আগামী নির্বাচনেও বিএনপির পরাজয় হবে এবং আগামী নির্বাচনে তাদের মাশুল দিতে হবে। . মতে মতে মিল স্টাফ রিপোর্টার ॥ দেশে ধর্মীয় বিভাজন সৃষ্টি করে বারবার সমালোচনা সৃষ্টি করেছেন মাহমুদুর রহমান। তিনি বরাবর দেশে হিন্দু মুসলমান নিয়ে বিদ্বেষ ছড়ানোর কাজ করে আসছেন। আগে একটি পত্রিকার মাধ্যমে নানা অপপ্রচার চালাতেন। এই মহামুদুর রহমানই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পছন্দের তালিকার মানুষ। ফখরুল বলেন, মাহমুদুর রহমানকে আমি অনেক পছন্দ করি। তার মতের সঙ্গে আমার অনেক মিল আছে। সেই মাহমুদুর রহমানের কী হাল করেছে দেখেছেন আপনারা। মাহমুদুর রহমান আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হয়ে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় ধর্মীয় উস্কানি দিয়ে আন্দোলনকে বানচালের চেষ্টা করেছিলেন। আর মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে তিনি ‘ফ্যাসিবাদের প্রতিধ্বনি’ হিসেবেও উল্লেখ করেন। আর সেই লেখনিরও প্রশংসা করেন বিএনপি মহাসচিব। ফ্যাসিস্ট কথাটায় জোর দিচ্ছি কারণ মাহমুদুর রহমান তার পত্রিকায় সর্বপ্রথম লিখেছিলেন ‘ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যায়’। আজকে ফ্যাসিবাদের প্রতিধ্বনি না, বুকে পাড়া দিয়ে বসে গেছে তারা। . গায়েব স্টাফ রিপোর্টার ॥ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মনে করছেন দেশে এখন গায়েবি শাসন চলছে। মন চাইলেই সংবাদ সম্মেলন করে আসা এই নেতা সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন। রিজভী বলেন, এদেশে মানুষ গায়েব হয়, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ গায়েব হয়, সরকারী-বেসরকারী ব্যাংকের লাখ লাখ কোটি টাকা গায়েব হয়, কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট থেকে সোনা গায়েব হয়, সোনা মিশ্র ধাতুতে পরিণত হয়, শেয়ার বাজারের টাকা গায়েব হয়, এখন অমূল্য সম্পদ দেশের খনি থেকে লাখ লাখ টন কয়লাও গায়েব হয়ে গেছে।
×