ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালাবে পাকিস্তান ও আফগানিস্তান

প্রকাশিত: ০৬:১৯, ২৫ জুলাই ২০১৮

সন্ত্রাসের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালাবে পাকিস্তান ও আফগানিস্তান

পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তার প্রতি হুমকি হয়ে দেখা দিয়েছে যে সন্ত্রাসী গ্রুপগুলো সেগুলোর বিরুদ্ধে আরও ফলপ্রসূ লড়াইয়ের জন্য উভয় দেশ সীমান্ত অঞ্চলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে এবং তাদের সামরিক স্থল তৎপরতা ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে সম্মত হয়েছে। কর্মকর্তারা সোমবার এ কথা বলেছেন। খবর সিনহুয়ার। আফগান রাজধানী কাবুলে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশগ্রহণকারী এক পাকিস্তানী কর্মকর্তা ২২ জুলাই জিনহুয়াকে বলেছেন, দু’পক্ষ বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে একটি সমঝোতায় পৌঁছেছে, সন্ত্রাস অভিন্ন শত্রু। এ শত্রুকে পরাজিত করতে হবে। স্থল তৎপরতার অধিকতর সুষ্ঠু সমন্বয় ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে শান্তি, সংহতির জন্য আফগানিস্তান ও পাকিস্তান সংগ্রাম পরিকল্পনা (এপিএপিপিএস) আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী, গোয়েন্দা কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাদের আফগান প্রতিপক্ষের সঙ্গে একযোগে কাজ করতে সম্মত হয়েছেন। নিয়মিত প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের মাধ্যমে পারস্পরিক বিষয় সংক্রান্ত সকল সমস্যার অর্থবহ সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে এপিএপিপিএসে। পররাষ্ট্র সচিব তেহমিনা জানজুয়ার নেতৃত্বে পাকিস্তানী প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়, সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর, তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত গ্যাস পাইপ লাইন, জ্বালানি আমদানি প্রকল্প সিএএসএ ওয়ান থাউজেন্ড, কাবুল ও পাকিস্তানী পেশোয়ারের মধ্য মোটর পথও আফগানিস্তানে কান্দাহার হেরাত ও পাকিস্তানী শহর চামানের মধ্যে সংযোগকারী রেলপথের মতো বিশাল সংযোগ ও জ্বালানি প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্যও যৌথভাবে কাজ করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা।
×