ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঢাকার ৪০ প্রাইমারি স্কুলে পাঠাগার’ উদ্বোধন

প্রকাশিত: ০৭:৫৮, ২৪ জুলাই ২০১৮

ঢাকার ৪০ প্রাইমারি স্কুলে পাঠাগার’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ দেশের ৬ হাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ পাঠাগারের সঙ্গে এবার ঢাকা জেলার ৪০ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাত্রা শুরু হলো শ্রেণীকক্ষ পাঠাগারের। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘রুম টু রিড’ বাংলাদেশ আয়োজিত ‘শ্রেণীকক্ষ পাঠাগার’ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষকদের আন্তরিকতার অভাবে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষকরা অধিক মাত্রায় বাণিজ্যিক হয়ে পড়েছেন। সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পঠন দক্ষতা ও পড়ার অভ্যাস তৈরির উদ্দেশে ‘শ্রেণীকক্ষ পাঠাগার’ কর্মসূচী চালু করে আন্তর্জাতিক এই সংস্থা । এ সময় গণশিক্ষামন্ত্রী রুম টু রিড এর বুক ক্যাপ্টেনদের সঙ্গে নিয়ে ঢাকা জেলার ৪০ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ পাঠাগার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল, বিশিষ্ট সাহিত্যিক আনিসুল হক, এতে সভাপতিত্ব করেন রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার, সংস্থাটির লিটারেসি প্রোগ্রাম অপারেশন অফিসার মঞ্জুরে এলাহী। রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার মানসম্মত শিক্ষার উন্নয়ন এবং শিক্ষালাভের জন্য শিশুতোষ গল্পগ্রন্থ ও শিশুবান্ধব পাঠাগারের প্রয়োজনীয়তা তুলে ধরে। বলেন, এখন পর্যন্ত রুম টু রিড বাংলাদেশ সাক্ষরতা কর্মসূচীর আওতায় প্রায় ৩ লাখ শিশু এবং ১ হাজারের বেশি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি কাজ করেছে। প্রায় ৬ হ্জাার পাঠাগার স্থাপন করেছে।
×