ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

হত্যার উদ্দেশ্যে মাহমুদুরের ওপর হামলা ॥ ফখরুল

প্রকাশিত: ০৬:২৪, ২৪ জুলাই ২০১৮

হত্যার উদ্দেশ্যে মাহমুদুরের ওপর হামলা ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা পূর্বপরিকল্পিত বলে মনে করছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগ মুক্তচিন্তার ওপর আঘাত করে চলেছে। কুষ্টিয়ায় পুলিশের দায়িত্বে যিনি আছেন তিনি আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর এক সন্ত্রাসী উল্লেখ করেন তিনি। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। কুষ্টিয়ায় আদালত চত্বরে মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সভাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ মুক্তচিন্তার ওপর আঘাত করে চলেছে।’ পরিকল্পিতভাবে গণমাধ্যম কর্মী যারা স্বাধীন চিন্তা করেন, তাদের ওপর আক্রমণ করছে, ধ্বংস করে দিতে চাচ্ছে। কোন রকম স্বাধীন মতপ্রকাশের তারা ঘোরবিরোধী। এরা ছদ্মবেশে ভিন্ন পরিচয়ে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। যার পূর্বশর্ত হিসেবে মুক্ত গণমাধ্যম ধ্বংস করতে চায়। ১৯৭১ সালে যেই যুদ্ধ করা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আজকে তারা এই গণতন্ত্রকে ধ্বংস করছে। তারা পরিকল্পিতভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ধ্বংস করছে উল্লেখ করেন। বিএনপি মহাসচিব বলেন, মাহমুদুর রহমানের ওপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছি। এই হামলা পূর্ব পরিকল্পিত। এই ঘটনার সময় আমি একটা সভায় ছিলাম। আমি তখনই জানতে পারি হামলার ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনার সময়ই ফোন করেছি। তখন আমাকে আশ্বস্ত করে বলেছেন, তিনি মাহমুদুর রহমানের নিরাপদে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। দুর্ভাগ্য, পুলিশের উপস্থিতিতে যেভাবে মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে, আহত করা হয়েছে, এটা নজিরবিহীন ঘটনা। এ দিকে রাজধানীর গুলশানে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ২০ দলের সমন্বয় কমিটির এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশকে একটি পুলিশী রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমানের ওপর হামলা দেশের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করছে। এভাবে কোন সভ্য রাষ্ট্র চলতে পারে না। পরিবর্তন এখন সময়ের দাবিতে পরিণত হচ্ছে উল্লেখ করেন। ইসিতে বিএনপি নেতারা ॥ এ দিকে আসন্ন তিন সিটি (রাজশাহী, বরিশাল, সিলেট) নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। সোমবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সহ-সভাপতি কামাল ইবনে ইউসুফ, চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।
×