ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পরিত্যক্ত লকারে ‘গুপ্তধন’

প্রকাশিত: ০৬:০৩, ২৪ জুলাই ২০১৮

পরিত্যক্ত লকারে ‘গুপ্তধন’

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর অভিজাত এলাকা সেন্ট মার্কস রোডের একটি ব্যাডমিন্টন ক্লাবের পরিত্যক্ত লকারে পাঁচ শ’ কোটি রুপীর সম্পদ পাওয়া গেছে। ৬৯, ৭১ ও ৭৮ নম্বর লকারের মধ্যে ছয়টি ব্যাগে জমির দলিল, রোলেক্স ঘড়ি, সোনা, হীরা, ভারতীয় ও বিদেশী মুদ্রা আয়কর বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা হয়। এর আগে লকারগুলো কার তা জানতে সদস্যদের চিঠি দেয়া হয়েছিল -টাইমস অব ইন্ডিয়া উদ্ধার অভিযান নিয়ে শিল্পকর্ম থাইল্যান্ডের চিত্রশিল্পীরা চিয়াংরাই শহরের থাম লুয়াং গুহা থেকে কিশোর ফুটবলারদের উদ্ধারকারীদের নিয়ে এক বিশাল ছবি এঁকে তাদের প্রতি সম্মান জানিয়েছেন। উদ্ধারকারীদের নায়ক হিসেবে সম্মান দেয়া হয়েছে শিল্পকর্মটিতে। এর নাম দেয়া হয়েছে নায়কেরা। শিল্পীরা তাদের মতো করে ফুটিয়ে তুলেছেন সেই গুহা থেকে উদ্ধারকারী নায়কদের। উদ্ধার হওয়ার পর কিশোর ফুটবলার ও তাদের কোচ যেমন রয়েছে তেমনি রয়েছেন উদ্ধারকারী প্রত্যেকের ছবি –বিবিসি
×