ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেনাপোল স্থলবন্দরে ৫৬ কোটি টাকার ভ্রমণকর আয়

প্রকাশিত: ০৪:৪৪, ২২ জুলাই ২০১৮

বেনাপোল স্থলবন্দরে ৫৬ কোটি টাকার ভ্রমণকর আয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেনাপোল স্থলবন্দর থেকে এ বছর সাড়ে ৫৬ কোটির টাকার বেশি ভ্রমণ কর আয় হয়েছে বলে সোনালী ব্যাংকের বন্দর শাখার ব্যবস্থাপক জানিয়েছেন। ব্যবস্থাপক এআরএম রকিবুল হাসান বলেন, ২০১৭-১৮ অর্থবছরে যারা ভ্রমণ ভিসায় ভারত গিয়েছেন তাদের কাছ থেকে মোট ৫৬ কোটি ৫৯ লাখ ২৫ হাজার টাকা ভ্রমণকর আয় হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় প্রত্যেক যাত্রীকে ৫০০ টাকা ভ্রমণকর দিতে হয় বলে তিনি জানান। ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম বলেন, এ সময় ১২ লাখ ৭১ হাজার ৯২৭ যাত্রী বাংলাদেশ থেকে ভারত আর ১২ লাখ ৩২ হাজার ৩০৩ যাত্রী ভারত থেকে বাংলাদেশ এসেছেন। তবে তাদের মধ্যে কেউ একাধিকবার যাতায়াত করে থাকলে বা কেউ শুধু গিয়ে বা এসে থাকলে তার আলাদা পরিসংখ্যান তিনি দিতে পারেননি। এবার বড় পরিসরে ল্যাপটপ মেলা বসছে ২ আগস্ট অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীতে আবারও বড় পরিসরে বসছে ল্যাপটপ মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আগামী ২ আগস্ট থেকে তিন দিনের এ প্রদর্শনীর উদ্বোধন হবে। শেষ হবে ৪ আগস্ট। ক্রেতা-দর্শনার্থীদের জন্য খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ২০তম ল্যাপটপ মেলা। বরাবরের মতো মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সর্বশেষ মডেলের ল্যাপটপের পাশাপাশি আনুষঙ্গিক যন্ত্রাংশও পাওয়া যাবে। সব ধরনের পণ্যেই পাওয়া যাবে বিশেষ ছাড় এবং সঙ্গে উপহার। সংশ্লিষ্টরা জানান, আগের মেলাগুলোয় শিক্ষার্থী, তরুণ প্রজন্মসহ সবার অংশগ্রহণ ছিল প্রত্যাশার চেয়ে বেশি। আশা করছি, এবারের মেলা আগের রেকর্ড ছাড়িয়ে যাবে। এবারের মেলায় থাকছে মেগা-প্যাভিলিয়ন, স্পন্সর প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন এবং স্টল। মেলায় মিডিয়া বুথও থাকবে। মেলার আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং মেলার কর্ডিনেটর এমডি সিরাজুল ইসলাম (সার্থক) জানিয়েছেন, এখনও অংশগ্রহণকারীদের বুকিং চলছে।
×