ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রাজশাহী বোর্ডে জিপিএ-৫ ছেলেরা, পাসের হারে মেয়েরা এগিয়ে

প্রকাশিত: ০৪:৩৩, ২০ জুলাই ২০১৮

রাজশাহী বোর্ডে জিপিএ-৫ ছেলেরা, পাসের হারে মেয়েরা এগিয়ে

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাত বছরের মধ্যে এবার সর্বনিম্ন ফলাফল করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। বোর্ডে এবার পাসের হার ৬৬ দশমিক ৫১ শতাংশ। বোর্ডের কর্মকর্তারা বলছেন, ইংরেজী ও তথ্য-প্রযুক্তি বিষয়ে পরীক্ষার্থীরা খারাপ করেছেন। তাই প্রভাব পড়েছে ফলাফলে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আনারুল হক প্রামানিক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। তিনি বলেন, বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪১ হাজার ৫৮৬ জন। সাত বছরের মধ্যে এবারই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে ফেল করেছে এবারই বেশি। এ বছর মোট ৯২ হাজার ৫৭৪ শিক্ষার্থী পাস করেছেন। বরাবরের মতো এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা। তবে জিপিএ-৫ পাওয়ায় বরাবরের মতো এগিয়ে ছেলেরা। এবার মেয়েদের পাসের হার ৭২ দশমিক ৬৯ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৬১ দশমিক ৪০ শতাংশ। বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান জানান, এ বছর মোট জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৩৮ জন। এদের মধ্যে ২ হাজার ২৩৪ জন ছেলে এবং ১ হাজার ৯০৪ জন ছেলে। রাজশাহী বোর্ডে ২০১২ সাল থেকেই পাসের হারে মেয়ে এবং জিপিএ-৫ অর্জনে ছেলেরা এগিয়ে রয়েছেন। সাত বছরের মধ্যে এবারই সর্বোচ্চ ৩৫ হাজার ৩৭ জন পরীক্ষার্থী এক বিষয়ে ফেল করেছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে এর হার ২৫ দশমিক ১৫ শতাংশ। বোর্ডের ৬টি কলেজ থেকে এবার কোন পরীক্ষার্থীই পাস করেননি। আর ১৯টি কলেজে পাস করেছেন শতভাগ পরীক্ষার্থী। এ বছর মোট ৭৫৬টি কলেজের পরীক্ষার্থী রাজশাহী বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ১৯৮টি। ২০১২ সালের পর এবারই সর্বোচ্চ ছিল মোট কলেজ এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে এ বছর ২৮ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছিলেন। বোর্ডের খারাপ ফল নিয়ে শিক্ষাবোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আনারুল হক প্রামানিক বলেন, এবার ইংরেজী ও তথ্যপ্রযুক্তি বিষয়ে পরীক্ষার্থীরা খারাপ করেছেন। খাতার মূল্যায়নেও সর্বোচ্চ কড়াকড়ি ছিল। এ কারণে ফলাফল খারাপ হয়েছে। আগামীতে ভাল ফলাফল করতে তারা চেষ্টা করবেন। বোর্ড সেরা বগুড়া রাজশাহী বোর্ডে সবচেয়ে ভাল ফল করেছে বগুড়া জেলার শিক্ষার্থীরা। রাজশাহী জেলার শিক্ষার্থীরা রয়েছে আটের মধ্যে দ্বিতীয় অবস্থানে। রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাসের হারে শীর্ষে উঠে এসেছে বগুড়া জেলা। ৬৬ দশমিক ৭৬ শতাংশ ছেলে এবং ৭৬ দশমিক ৭১ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে এ জেলায়। পাসের হার ৭১ দশমিক ২০ শতাংশ। এবার বোর্ডে দ্বিতীয় অবস্থানে রাজশাহী জেলা। এখানকার পাসের হার ৬৯ দশমিক ৮২ শতাংশ। এখানকার ৬৫ দশমিক ৬৪ শতাংশ ছেলে এবং ৭৫ দশমিক ১৭ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে। ৬৮ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় বোর্ডে তৃতীয় অবস্থানে নাটোর জেলা। নাটোরে ৬৪ দশমিক ৬০ শতাংশ ছেলে এবং ৭২ দশমিক ৯৬ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে। চতুর্থ অবস্থানে পাবনা জেলা। পাবনায় ৬০ দশমিক ৯৭ শতাংশ ছেলে এবং ৭২ দশমিক ৩৪ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে। ৬৪ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় বোর্ডে পঞ্চম অবস্থানে জয়পুরহাট জেলা। ৫৬ দশমিক ৮২ শতাংশ ছেলে এবং ৭৩ দশমিক ৬০ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে। বোর্ডে ষষ্ঠ অবস্থানে নওগাঁ জেলা। এ জেলায় পাসের হার ৬৩ দশমিক ০৪ শতাংশ। ৬২ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় বোর্ডে সপ্তম অবস্থানে সিরাজগঞ্জ জেলা। ৫৮ দশমিক ৫৯ শতাংশ ছেলে এবং ৬৭ দশমিক ৮১ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে। ফলে এবার বোর্ডের তলানীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা। এ জেলায় পাসের হার ৬০ দশমিক ৩১ শতাংশ। ৫৩ দশমিক ৫৯ শতাংশ ছেলে এবং ৬৮ দশমিক ৮২ শতাংশ মেয়ে উত্তীর্ণ হয়েছে।
×