ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে মুক্তি পাচ্ছে ‘ভাইজান এলো রে’

প্রকাশিত: ০৭:০৯, ১৯ জুলাই ২০১৮

অবশেষে মুক্তি পাচ্ছে ‘ভাইজান এলো রে’

স্টাফ রিপোর্টার ॥ অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার এসকে মুভিজের নতুন চলচ্চিত্র ‘ভাইজান এলো রে’। ঈদ-উল-ফিতরে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। পরে আদালতের হস্তক্ষপে মুক্তির তারিখে আসে পরিবর্তন। ঈদের মতো বড় উৎসবে ভিনদেশী চলচ্চিত্র প্রদর্শনের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে আদালত। ঈদ উৎসব শেষ হওয়ার পর এখন অবশ্য চলচ্চিত্র মুক্তিতে কোন বাধা নেই। সম্প্রতি ‘ভাইজান এলো রে’ সেন্সরে জমা হয় এবং বিনা কর্তনে ছাড়পত্র পায়। এসকে মুভিজের এ চলচ্চিত্রটি বাংলাদেশে আমদানি করেছে এন ইউ এন্টারপ্রাইজ। আগামীলভঠ শুক্রবার চলচ্চিত্রটি মুক্তি দেয়ার কথা থাকলেও বর্তমানে সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। ভারতের এসকে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা জানান, কলকাতার জিৎ ও বাংলাদেশের মিম অভিনীত ‘সুলতান : দ্য সেভিয়ার’ চলচ্চিত্রটি শুক্রবার মুক্তি পাবে। আর আমরা ‘ভাইজান এলো রে’ আগামী শুক্রবার অর্থাৎ এক সপ্তাহ পিছিয়ে ২৭ জুলাই মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এই শুক্রবার বেশিরভাগ ভাল হলে চলবে ‘সুলতান’ চলচ্চিত্র টি। এ চলচ্চিত্রটি পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। তাদের এখানে বিভিন্ন হলে মেশিনও রয়েছে। তাই তাদের সঙ্গে কোন বাগ্বিত-ায় আমরা যাচ্ছি না। আমরা ২৭ জুলাই মুক্তি দেব ‘ভাইজান এলো রে’। তবে আমার মনে হয়, এ চলচ্চিত্রটি একই দিনে অর্থাৎ ২০ জুলাই মুক্তি পেলে আরও ভাল হতো। ‘ভাইজান এলো রে’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কলকাতার জয়দীপ মুখার্জী। এতে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী (কলকাতা), পায়েল সরকার (কলকাতা), শাহেদ আলী, দীপা খন্দকার, মনিরা মিঠু, রজতাভ দত্ত (কলকাতা) প্রমুখ। জানা যায়, গত ঈদে পশ্চিম বাংলায় মুক্তি পাওয়ার পর বেশ ভাল ব্যবসা করেছে ‘ভাইজান এলো রে’ চলচ্চিত্রটি।
×