ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বন্দুকযুদ্ধে ছাত্রদল ও যুবলীগ নেতাসহ নিহত ৩

প্রকাশিত: ০৫:৪৪, ১৬ জুলাই ২০১৮

 বন্দুকযুদ্ধে ছাত্রদল ও  যুবলীগ নেতাসহ  নিহত ৩

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এদের মধ্যে একজন যুবলীগের ইউনিয়ন সভাপতি। শনিবার মধ্যরাতে বাঁশদহা গ্রামের কয়ারবিল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শূটার গান, এক রাউন্ড গুলি ও কিছু মাদকদ্রব্য। এ সময় আহত হয়েছে ৫ পুলিশ সদস্য। গুলিবিদ্ধ নিহত মাদক ব্যবসায়ীরা হলো কলারোয়া কেড়াগাছি ইউনিয়নের আবুল কাসেমের ছেলে ও কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ (৪০) এবং বাঁশদহা গ্রামের আব্দুল গনির ছেলে দেলোয়ার হোসেন (৩৮)। তারা দুজনেই আন্তঃজেলা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই রিয়াদুল, এএসআই সুমন ,এএসআই মাজেদুল ও দুই কনস্টেবল রুবায়েত ও তুহিন। ভালুকায় ছাত্রদল নেতা নিহত ॥ নিজস্ব সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় রবিবার ভোরে উথুরা ইউনিয়নের হাইজ্যাকের মোড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মেদুয়ারী ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ডাকাত সর্দার মুরাদ নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় উথুরা ইউনিয়নের হাইজ্যাকের মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদারের নেতৃত্বে পুলিশ অভিযান চালাতে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গোলাগুলির মাঝে বগাজান গ্রামের শাহ্জাহান আকন্দের ছেলে শীর্ষ সন্ত্রাসী, ডাকাত সর্দার মুরাদ আকন্দকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে। পরে চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।
×