ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

যুদ্ধের অস্ত্র ঘুড়ি !

প্রকাশিত: ০৪:৫৬, ১৬ জুলাই ২০১৮

 যুদ্ধের অস্ত্র ঘুড়ি !

ধরুন, আকাশে একটা ঘুড়ি উড়ছে। হয়ত বাচ্চাদের জন্য তাদের সঙ্গে করে বানিয়েছেন এটা। দারুণ আনন্দের একটা কাজ ঘুড়ি ওড়ানো। ওই ঘুড়ির লেজটা শুধু জ্বলছে। অস্বাভাবিক বটে। ইসরাইলী আগ্রাসন রুখতে কিছু ‘অস্বাভাবিক অস্ত্র’ ব্যবহার করছে ফিলিস্তিনী। ধাতব আগ্নেয়াস্ত্র নয়, আগুনে ঘুড়ি আর ‘বেলুন’ ব্যবহার করছে তারা। ফিলিস্তিনীরা এখন ইসরাই লের আকাশে এমনই কিছু অস্ত্র ছুঁড়ছে। এগুলো অস্ত্র কীভাবে হচ্ছে? আগুনসহ ঘুড়ি কোন ফসলি ক্ষেত্রে পড়ামাত্র আগুন ধরে যাচ্ছে। ক্ষেতে সেই আগুন ছড়াচ্ছে মুহূর্তে। গাজার ফিলিস্তিন বিদ্রোহী বাহিনী ইসরাইলের আক্রমণে এমনই কিছু অস্ত্র ব্যবহার করছে। গাজা সীমান্তে ইসরাইলী হামলায় ১২০ ফিলিস্তিনির মৃত্যুর পর ঘুড়ি আর বেলুন দিয়ে এমন হামলা শুরু হয়েছে। বিবিসি অবলম্বনে।
×