ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় পিতা-পুত্র হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৫০, ১৩ জুলাই ২০১৮

নেত্রকোনায় পিতা-পুত্র হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১২ জুলাই ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা-পুত্রকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার করে টাকা অর্থদ-েও দ-িত করা হয়। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আসামিরা হলো- রোকন উদ্দিন, জসিম উদ্দিন, সাবাস খাঁ, সুলতু মিয়া ও হারেছ মিয়া। এদের বাড়ি আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামে। এরা প্রত্যেকে প্রত্যেকের আত্মীয়-স্বজন। আদালত সূত্র জানায়, একটি বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে ২০১১ সালের ২৭ মার্চ সকাল ছয়টার দিকে উল্লেখিত আসামিরা রূপচন্দ্রপুর গ্রামের তাজুল ইসলাম ও তার ছেলে সুমন মিয়াকে দেশীয় অস্ত্র এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিন সন্ধ্যায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিন রাতে নিহত তাজুল ইসলামের ছোট ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে ১৫ জনকে আসামি করে আটপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
×