ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এনএফসি প্রযুক্তিনির্ভর কার্ডের লেনদেন সীমা নির্ধারণ

প্রকাশিত: ০৬:২৫, ১৩ জুলাই ২০১৮

এনএফসি প্রযুক্তিনির্ভর কার্ডের লেনদেন সীমা নির্ধারণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ নেয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তির মাধ্যমে সংঘটিত ক্রেডিট কার্ডভিত্তিক লেনদেনের সীমা নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ প্রযুক্তির ক্রেডিট কার্ডে লেনদেনের সর্বোচ্চ সীমা হবে ৩ হাজার টাকা। একইসঙ্গে এ সীমার মধ্যে লেনদেনের জন্য এ কার্ডে পারসোনাল আইডেন্টিফিকেশন নম্বর (পিন) ও টু ফেক্টর অথেনটিকেশন (২ এফএ) ব্যবহারের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। তবে এসএমএস এ্যালার্ট সার্ভিসের মাধ্যমে এ ধরনের প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে গ্রাহককে অবহিত করতে হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে; যা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়, তথ্য প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে দেশে ইলেক্ট্রনিক ব্যাংকিং সেবার ওপর নির্ভরশীলতা তথা কার্ডভিত্তিক লেনদেন ক্রমান্বয়ে গ্রাহকের নিকট জনপ্রিয় হচ্ছে। ইলেক্ট্রনিক পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে জনসাধারণকে ইলেক্ট্রনিক পেমেন্ট পদ্ধতি ব্যবহারে অধিকতর উদ্বুদ্ধকরণের পাশাপাশি গ্রাহক স্বার্থ সংরক্ষণ, নিরাপত্তা নিশ্চিতকরণ, ঝুঁকি হ্রাস ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষে কার্ডের মাধ্যমে এনএফসি প্রযুক্তিতে কন্টাক্টলেস পেমেন্ট সার্ভিস দ্বারা সংঘটিত ইলেক্ট্রনিক লেনদেনের নিরাপত্তা জোরদার এবং এর সুশৃঙ্খল ও যথাযথ ব্যবহার নিশ্চিতকরণসহ এ ধরনের কার্ডের মাধ্যমে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণসহ পারসনাল আইডেন্টিফিকেশন নম্বর (পিন) ও টু ফেক্টর অথেনটিকেশন (২এফএ) এর বাধ্যবাধকতা পুনর্বিবেচনা করা হয়েছে। এরই প্রেক্ষিতে ইতোপূর্বে জারিকৃত এ সংক্রান্ত সার্কুলার ও অন্যান্য নির্দেশনাসমূহ অপরিবর্তিত রেখে এ সার্কুলার জারি করা হলো। সার্কুলার অনুযায়ী, দেশের অভ্যন্তরে সকল ধরনের মার্চেন্ট অবস্থানে এ প্রযুক্তির লেনদেনের জন্য এ সীমা প্রযোজ্য হবে। তবে এ সীমার বাইরে লেনদেনে কন্ট্রাক্ট এবং পিন ও টু-এফএ ভিত্তিক হবে। গ্রাহকের পুর্বানুমতি ব্যতীত গ্রাহকের অনুকূলে ইস্যুকৃত এনএফসি প্রযুক্তিনির্ভর কার্ডে লেনদেন কার্যকর করা যাবে না।
×