ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাজিব রাজাকের স্ত্রীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৫৭, ১২ জুলাই ২০১৮

নাজিব রাজাকের স্ত্রীর বিরুদ্ধে মামলা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী ও সাবেক ফার্স্টলেডি দাতিন সেরি রোসমাহ মানসুরের বিরুদ্ধে লেবাননি জুয়েলারি গ্লোবাল রয়েলটি ট্রেডিং এসএএল কোম্পানি একটি মামলা করেছে। এতে দাবি করা হয়েছে, তিনি এক কোটি ৪৮ লাখ মার্কিন ডলার মূল্যের ৪৪টি গহনা ফিরিয়ে দিয়েছেন। -খবর গার্ডিয়ানের। গ্লোবাল রয়েলটি ট্রেডিং এসএএল কোম্পানির প্রতিনিধিত্বকারী আইনী সহায়তাকারী সংস্থা মেসার্স ডেভিড গুরুপাথাম ও কোয়ার আইনজীবীদের মতে, অভিযুক্ত রোসমাহ তাদের সরবরাহ করা এক চালান গহনা ফিরিয়ে দিয়েছেন। যার মধ্যে একটি টায়রা ও হীরার নেকলেস রয়েছে। আইনী সহায়তাকারী সংস্থা মেসার্স ডেভিড গুরুপাথাম ও কোয়া ২৬ জুন মালয়েশিয়ান হাইকোর্টে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন। ১০ জুলাই মামলাটির কার্যক্রম শুরু হওয়ার পরই গণমাধ্যম বিষয়টি জানতে পেরেছে। দাবি করা বিবৃতিতে ইঙ্গিত দেয়া হয়েছে যে, রোসমাহ গহনার চালানটি গ্রহণ করেছেন। তবে সেই গহনাগুলো এখন আর তার কাছে নেই। দামী গহনার চালানটি গ্রহণের কয়েকদিন পরই কর্তৃপক্ষ তার স্বামীর সঙ্গে সম্পর্কযুক্ত বেশ কয়েকটি এ্যাপার্টমেন্টে তল্লাশি অভিযান চালায়। সাবেক ফার্স্ট ফ্যামিলির বিরুদ্ধে ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাড (ওয়ান এমডিবি) দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার বিষয়ে তদন্তের অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ২৭ কোটি ৩০ লাখ মূল্যমানের নগদ অর্থ, নক্সা করা দামী হাতব্যাগ ও দশ হাজারের বেশি গহনা বাজেয়াফত করা হয়। মামলা নিয়ে এক প্রতিক্রিয়ায় রোসমাহর আইনজীবী মালয় মেইলকে জানান, তার ক্লায়েন্ট গহনা কেনার বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। আইনজীবী দাতুক কে কুমারায়েন্দ্রান ও দাতুক গীথান রাম ভিনসেন্ট তাদের ক্লায়েন্টের উদ্ধৃতি দিয়ে বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই যে গ্লোবাল রয়েলটিসের দাবি করা সব গহনাগুলো আমাদের ক্লায়েন্টের কাছে পাঠানো হয়েছিল শুধু দেখার জন্য।
×