ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

হরিণ শিকারি সাত্তার মোড়লকে গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৬:৫৫, ১১ জুলাই ২০১৮

হরিণ শিকারি সাত্তার মোড়লকে গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবনে হরিণ শিকারের জন্য লাইসেন্সধারী বন্দুক ভাড়া দেয়া হচ্ছে। এই বন্দুক দিয়ে নির্বিচারে শিকার করা হচ্ছে হরিণ। এ সকল অস্ত্রের অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণ না হওয়ায় হরিণ শিকার বন্ধে অস্ত্র ব্যবহারকারীদের আইনের আওতায় নেয়ার দাবি উঠেছে। হরিণ শিকার বন্ধ কর, বন্যপ্রাণী রক্ষা কর, সুন্দরবন বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে সুন্দরবনের হরিণ শিকারি ও জীববৈচিত্র্য ধ্বংসকারী জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাত্তার মোড়লের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন , সাতক্ষীরার কালীগঞ্জের সাত্তার মোড়ল তালিকাভুক্ত একজন চিহ্নিত হরিণ শিকারি। হরিণ শিকারের জন্য তার লাইসেন্সধারী বন্দুক ব্যবহার হয় বলে পুলিশের অভিযোগ। এ দিকে, জীববৈচিত্র্য ধ্বংসকারী হরিণ শিকারি মামলার আসামি সাত্তার মোড়লকে আগামী এক সপ্তারের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে মানববন্ধন কর্মসূচী থেকে। মানববন্ধনে ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহ্বায়ক এ্যাড. ফাহিমুল হক কিসলু প্রমুখ। সন্ত্রাসী হামলার শিকার ছাত্রীর পাশে দাঁড়ালেন ইউএনও স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ বখাটেদের হামলায় গুরুতর আহত মেধাবী ছাত্রী সাবিকুন নাহারের পাশে সহায়তার হাত নিয়ে দাঁড়ালেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার তৌসিফ আহমেদ। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তার নিজ কার্যালয়ে সাবিকুনের মায়ের হাতে উন্নত চিকিৎসার জন্য তুলে দেন নগদ অর্থ। এ ছাড়া, বখাটেদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সাবিকুন নাহার (২২) গত ৪ জুলাই একদল বখাটের হামলায় গুরুতর আহত হন। সাবিকুন নাহার পৌর এলাকার শ্যামলীবাগ এলাকার দরিদ্র কাঠ শ্রমিক জালাল মৃধার মেয়ে। পেয়ারা পাড়তে বাধা দেয়ায় পাড়ার বখাটেরা সাবিকুন নাহারের মাথায় আঘাতসহ বেদম মারধর করে।
×