ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

প্রকাশিত: ০৬:২৪, ১০ জুলাই ২০১৮

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহ অভিমুখী একটি লোকাল ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলে রবিবার রাত থেকে ওই রুটে ১৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ লেভেল ক্রসিংয়ের কাঁচা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। কেওয়াটখালী থেকে রিলিফ ট্রেন এসে রবিবার রাত ১১টা থেকে চেষ্টার ১৭ ঘণ্টা পর সোমবার বেলা দেড়টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করে। ধীরগতির উদ্ধার কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভোগান্তির শিকার যাত্রীরা। রেলওয়ের স্থানীয় সহকারী প্রকৌশলী কাজী মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পানি জমে স্যাঁতসেঁতে থাকায় উদ্ধার কাজ বিঘিœত হয়। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার জহরুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ৮টা থেকে সোমবার দুপুর দেড়টা পর্যন্ত ময়মনসিংহ জামালপুর রেলপথে সব ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় বেশ কয়েকটি ট্রেনের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে এবং বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়। দুর্ঘটনার কারণে নগরীর মিন্টু কলেজ লেভেল ক্রসিংয়ের সামনে স্লিপার ও রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়ে-মুচড়ে গেছে মোটরসাইকেলটি। ইঞ্জিনের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনা তদন্তে সহকারী পরিবহন কর্মকর্তা রেজাউল করিমকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণে যমুনা, ব্রহ্মপুত্র ও একতা এক্সপ্রেস ময়মনসিংহ থেকে ঢাকায় ফিরে গেছে। জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২টি লোকাল ট্রেন নান্দিনা ও ময়মনসিংহ রোড স্টেশনে আটকা পড়ে। ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা ২টি লোকাল ট্রেন বাতিল করা হয়। এ দিকে ধীরগতির উদ্ধার তৎপরতার কারণে ময়মনসিংহ জামালপুর ঢাকা রুটের যাত্রীরা ভোগান্তির কবলে পড়েছে। জামালপুর সদরের নান্দিনা ও ময়মনসিংহ রেলস্টেশনে আটকে পড়া যাত্রীদের মধ্যে নারী ও শিশুদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
×